পুরুলিয়ায় বন-ক্যামেরায় আবার চিতাবাঘ

একই সঙ্গে এলাকায় মানুষকে সচেতন করতে প্রচারও চালাচ্ছি। বিকেলে বা রাতের দিকে বনে যেতে নিষেধ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : আবার বন দফতরের পেতে-রাখা ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল চিতাবাঘের ছবি। কোটশিলা থানার সিমনি বনাঞ্চলে রয়েছে বাঘটি। তবে এটি আগেই দেখা যাওয়া বাঘটি কি না সে সম্পর্কে নিশ্চিত নন বনকর্তারা।
পুরুলিয়া বনবিভাগের ডিএফও দেবাশিস শর্মা জানিয়েছেন, ২০ এপ্রিল তাঁরা খবর পান, কোনও হিংস্র জন্তুর আক্রমণে জঙ্গলে একটি গরু নিহত হয়েছে। সেদিনই তাঁরা ওই গরুটির কাছাকাছি তিনটি ট্র্যাপ ক্যামেরা লাগিয়ে দেন। ২২ এপ্রিল ক্যামেরাগুলির ছবি পরীক্ষা করতে গিয়ে তাঁরা দেখেন মৃত গরুটির কাছে একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ রয়েছে। ছবি ইতিমধ্যে অরণ্যভবনে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-দিল্লিতে প্রধানমন্ত্রী সঙ্গে দেখার করার কর্মসূচি নেই, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এ বছরই ২৬ ফেব্রুয়ারি প্রথম এই সিমনি বিটে ট্র্যাপ ক্যামেরায় একটি চিতাবাঘের ছবি দেখা গিয়েছিল। ডিএফও বলেন, বনে ক’টি চিতা রয়েছে তা এখনই বলা যাবে না। আমরা আরও ট্র্যাপ ক্যামেরা লাগাচ্ছি। একই সঙ্গে এলাকায় মানুষকে সচেতন করতে প্রচারও চালাচ্ছি। বিকেলে বা রাতের দিকে বনে যেতে নিষেধ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

Latest article