প্রতিবেদন: আগামী ৭ এপ্রিল গুড ফ্রাইডে ছুটির দিন। তাই ছুটির দিন উপলক্ষ্যে ওইদিন নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুটি লাইনেই প্রতিদিনের তুলনায় কম মেট্রো (Kolkata Metro) চলবে। নর্থ-সাউথ সেকশনে ওইদিন ২৮৮টি ট্রেনের পরিবর্তে আপ ডাউন লাইন মিলিয়ে চলবে মাত্র ১৮৮ টি ট্রেন। উল্টোদিকে ইস্ট-ওয়েস্ট বিভাগে ১০৬ টি ট্রেনের বদলে আপ ডাউন মিলিয়ে মোট ৯০ টি সারাদিনে চলবে। তবে দুটি বিভাগেই প্রান্তিক স্টেশনগুলি থেকে প্রথম ও শেষ ট্রেন ছাড়ার সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। বুধবার মেট্রো (Kolkata Metro) রেলের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই খবর জানান হয়েছে।
আরও পড়ুন: হনুমান জয়ন্তীতে আধা সামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ হাইকোর্টের, রায়কে স্বাগত মুখ্যমন্ত্রীর