হনুমান জয়ন্তীতে আধা সামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ হাইকোর্টের, রায়কে স্বাগত মুখ্যমন্ত্রীর

সামনেই হনুমান জয়ন্তী (Honuman Jayanti)। আর সেই উপলক্ষে মিছিল করার প্রায় ২০০০ আবেদন জমা পড়েছে রাজ্য সরকারের কাছে।

Must read

সামনেই হনুমান জয়ন্তী (Honuman Jayanti)। আর সেই উপলক্ষে মিছিল করার প্রায় ২০০০ আবেদন জমা পড়েছে রাজ্য সরকারের কাছে। কলকাতা হাইকোর্ট সেই মিছিলে আধা সামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ দিল। বুধবার রাজ্য়ের তরফে হনুমান জয়ন্তীতে মিছিলের আবেদনের কথা জানানো হয় আদালতে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভটাচার্যের ডিভিশন বেঞ্চ এই মর্মে নির্দেশ দিয়েছে, স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করতে হবে এবং কেন্দ্রের কাছে রাজ্যকে সুরক্ষার জন্য বাহিনী চাইতে হবে। সাধারণ মানুষের আত্মবিশ্বাস বাড়াতে বুধবার থেকেই পুলিশ যেন রুট মার্চ করে, সেই নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন-‘সাধারণ মানুষের টাকা আটকে রাখা যাবে না’ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতরাজ মন্ত্রকের সচিবের সঙ্গে দেখা করে বার্তা অভিষেকের

এদিন হাইকোর্টের তরফে জানানো হয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে সিসিটিভি থাকবে। ভিডিয়োগ্রাফি করতে হবে। প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করতে হবে। প্রধান বিচারপতি এদিন স্পষ্ট করেই বলেন, ‘আগের ঘটনার নিরিখে বলা যায়, আধা সামরিক বাহিনীর সাহায্য নেওয়া উচিৎ রাজ্যের।’ ডিভিশন বেঞ্চ জানিয়েছে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে কত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, সেটা রাজ্য চাইতে পারে কেন্দ্রের কাছে।

আরও পড়ুন-লাল-হলুদের বড় চমক, কোচ হচ্ছেন লোবেরাই

জেলা আদালতের বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের কাজ যাতে বিঘ্নিত না হয় সেটাও রাজ্যকে দেখতে হবে বলেই নির্দেশ দিয়েছে আদালত। এই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘একদিকে রমজান চলছে, আগামীকাল হনুমান জয়ন্তী। সবাই শান্তিপূর্ণ ভাবে পালন করুন। ধর্ম যার যার উৎসব সবার। সারা দেশে শান্তি থাক বাংলায় শান্তি থাক। হাই কোটের্র রায় আমাদের জন্য ভালো হয়েছে। প্রশাসন তার মতো কাজ করতে পারবে। এই রায় কে স্বাগত জানাচ্ছি। আইন আইনের পথে চলবে।’

Latest article