লাল-হলুদের বড় চমক, কোচ হচ্ছেন লোবেরাই

এর পরেই বরফ গলে। লোবেরা জানিয়ে দেন, ইস্টবেঙ্গলকে সাফল্যের পথে ফিরিয়ে আনাকে তিনি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। তবে এর জন্য সময় দরকার

Must read

প্রতিবেদন : আগামী মরশুমের জন্য কোচ পাকা করে ফেলল ইস্টবেঙ্গল। শেষ মুহূর্তে বিরাট কোনও অঘটন না ঘটলে, লাল-হলুদের ডাগ আউটে দেখা যাবে আইএসএলের অন্যতম সফল কোচ সের্জিও লোবেরাকে। যিনি অতীতে এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসির কোচ হিসেবে দারুণ সফল।

আরও পড়ুন-দ্বিচারিতা ছাড়ুক কংগ্রেস

শুরু থেকেই লোবেরা ছিলেন ক্লাব কর্তাদের প্রথম পছন্দ। তাঁদের কথাতেই স্প্যানিশ কোচকে পেতে ঝাঁপিয়েছিলেন বিনিয়োগকারী সংস্থা ইমামির কর্তারা। তবে কাজটা খুব কঠিন ছিল। কারণ লোবেরার সঙ্গে চিনা ক্লাব সিচুয়ান জিউনিউর চুক্তির মেয়াদ শেষ হয়নি। এছাড়া শেষ তিনটে মরশুম খুব খারাপ কেটেছে ইস্টবেঙ্গলের। তাই শুরুতে দায়িত্ব নিতে দ্বিধায় ছিলেন লোবেরা নিজেও। কিন্তু লাল-হলুদের পক্ষ থেকে তাঁকে বোঝানো হয়, তড়িঘড়ি করে আইএসএলে যোগ দেওয়ায় দল গুছিয়ে উঠতে পারা যায়নি। কারণ অধিকাংশ তারকা ফুটবলার অন্য দলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। এবার তাঁরা শক্তিশালী দল গঠন করতে মরিয়া।

আরও পড়ুন-গ্রেফতার ট্রাম্প

এর পরেই বরফ গলে। লোবেরা জানিয়ে দেন, ইস্টবেঙ্গলকে সাফল্যের পথে ফিরিয়ে আনাকে তিনি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। তবে এর জন্য সময় দরকার। ফলে তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে হবে। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান লাল-হলুদ কর্তারা। দলগঠনের দায়িত্বে থাকা ইমামির এক কর্তা এবং অন্যতম শীর্ষ ক্লাব কর্তা দেবব্রত সরকার সোমবার জানিয়েছেন, এদিন অনলাইনে আলোচনার পর, লোবেরা প্রাথমিক চুক্তিপত্রে সই করে দিয়েছেন। এবার চূড়ান্ত চুক্তিপত্রে সই করার পালা। সেটাও আগামী কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। সই করার পরই লোবেরা নিজের পছন্দের ফুটবলারদের তালিকা দেবেন। তবে হাত গুটিয়ে বসে নেই ইস্টবেঙ্গলও। দলগঠনের কাজ অনেকটাই এগিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন ভারতীয় এবং বিদেশি তারকাকে প্রাথমিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে।

Latest article