সাঁওতালি ভাষায় বার্তা আসুন নেত্রীর সভায়

জেলার আদিবাসী গ্রামগুলিতে কর্মীদের তাঁরা বোঝাচ্ছেন সাঁওতালি ভাষায়। যা নজর কেড়েছে জঙ্গলমহলের।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : ‘পুরুলিয়া জেলা রেনাঃ শিমুলিয়া ব্যাটারি ডাহিরে কর্মী হেলমেল…’ সাঁওতালি ভাষায় এভাবেই সবাইকে মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে বলছেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী সন্ধ্যারানি টুডু ও জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু। জেলার আদিবাসী গ্রামগুলিতে কর্মীদের তাঁরা বোঝাচ্ছেন সাঁওতালি ভাষায়। যা নজর কেড়েছে জঙ্গলমহলের।

আরও পড়ুন-কুস্তিতে বাজিমাত গ্রামের তরুণের

গুরুপদ বলেন, মানবাজার, বরাবাজার, বান্দোয়ান, বলরামপুর, অযোধ্যা পাহাড়— সর্বত্র প্রচুর সাঁওতালের বাস। দলের পক্ষ থেকে ব্লকভিত্তিক কর্মিসভা করে সকল তৃণমূলকর্মীকে সভায় যেতে বলা হচ্ছে। আমরা গ্রামে গ্রামে ঘুরে মানুষকে উৎসাহও দিচ্ছি। সন্ধ্যারানি বলেন, দিদি চাইছেন উন্নয়নের কাজে সকলে শামিল হোন। আদিবাসী সমাজের বিরাট একটি অংশ ভাবেন, দিদি যখন সব করে দিচ্ছেন, তখন অন্যকে ভাবতে হবে কেন! কিন্তু দিদিকে তো দেখাতে হবে, আদিবাসীরা তাঁকে কতটা ভরসা করেন। তাই সকলকে সভায় যেতে বলছি।

Latest article