প্রতিবেদন : ঘৃণা, বিদ্বেষ এবং হিংসা কোনও ধর্মীয় শিক্ষার অংশ নয়। যারা ধর্মের নামে এসবে প্ররোচনা দেয়, তারা দেশের পক্ষে বিপজ্জনক। ধর্মের ভুল ব্যাখ্যার প্রচার সকলের এড়িয়ে যাওয়া উচিত। মোদি জমানায় যখন ভারত জুড়ে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা এহং ধর্মীয় বিদ্বেষের সংগঠিত চাষ হচ্ছে তখন এই তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন দক্ষিণ আফ্রিকার শান্তিকর্মী তথা মহাত্মা গান্ধীর নাতনি এলা গান্ধী। তিনি গান্ধী ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনিক্স সেটেলমেন্ট ট্রাস্ট আয়োজিত এক আলোচনাচক্রে একথা বলেন। পরিকল্পিতভাবে হিন্দু প্রার্থনা বাদ দেওয়া হয়েছে বলে একটি প্রচার চলে সোশ্যাল মিডিয়ায়। সেই অসত্য প্রচারের বিরোধিতা করতে গিয়েই মহাত্মা গান্ধীর নাতনি এলা গান্ধী বলেন, ঘৃণা ও বিদ্বেষ কখনও ধর্মীয় প্রচারের অংশ হতে পারে না।
আরও পড়ুন-ক্লিভল্যান্ডে মৃত ভারতীয় ছাত্র
প্রসঙ্গত, মহাত্মা গান্ধী ১৯০৪ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানের কাছে কোয়াজুলু-নাটালে গান্ধী ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনিক্স সেটেলমেন্ট ট্রাস্ট গঠন করেছিলেন। ট্রাস্টের বর্তমান চেয়ারপার্সন এলা গান্ধী বলেন, আমাদের সমস্ত বিশ্বাস এবং আমাদের ধর্মগ্রন্থগুলি আদতে আমাদের ভাল মানুষ হতে শেখায়। কীভাবে মানুষের সঙ্গে মানুষের সহানুভূতি ও ভালবাসার সম্পর্ক হতে পারে তার পথ দেখায় ধর্ম। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মের ভুল ব্যাখ্যা করে একজনকে আর একজনের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। এই কাজই আসলে ধর্মবিরোধী। ঘৃণা, শত্রুতা এবং হিংসা কখনও কোনও ধর্মীয় শিক্ষার অংশ হতে পারে না। যারা ধর্মের নামে সমাজের পক্ষে ক্ষতিকারক প্রচার চালায় এবং ধর্মীয় বিশ্বাসকে বিপথগামী করে, তাদের থেকে সতর্ক থাকতে হবে। এরা সমাজের পক্ষে বিপজ্জনক।
আরও পড়ুন-বিজেপি ডাহা ফেল, ‘চার্জশিট’ অসম তৃণমূলের
বাপুজির নাতনি মনে করিয়ে দিয়েছেন, সংকীর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করার প্রচেষ্টা চলে। এই প্রচেষ্টারই অংশ গান্ধীজিকে এবং আমাদের হিন্দু সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করার প্রচার। স্থানীয় উইকলি পোস্টে একটি খোলা চিঠিতে এলা গান্ধী বলেছেন, যে হানিকারক চেষ্টা করা হচ্ছে তা এখনই বন্ধ করার জন্য জনসমক্ষে আসল তথ্যগুলি প্রকাশ করা গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে অনেক হিন্দুকে এবং অনেক হিন্দু ধর্মের নেতাদের সম্মিলিতভাবে এই অনুষ্ঠানে একটি হিন্দু প্রার্থনা পাঠ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। চারটি হিন্দু সংগঠনের আমন্ত্রণ উদ্ধৃত করে এলা বলেছেন, পূর্বনির্ধারিত অন্যান্য প্রতিশ্রুতির কারণে তারা যোগ দিতে পারেনি। ফিনিক্স সেটেলমেন্টের অস্তিত্বের ১২০ বছরে কেউ কখনও আমাদের ইচ্ছাকৃতভাবে একটি সম্প্রদায় ত্যাগ করার বা গণ দীক্ষাদানে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেনি।