আম্বেদকরের চিঠি

প্রধানমন্ত্রীর অফিস ওই প্রশ্নের উত্তর জানার জন্য চিঠিটি লোকসভার সচিবালয়ের কাছে পাঠায়। কিন্তু তারা কোনও উত্তর দিতে পারেনি।

Must read

দেশের প্রথম আইনমন্ত্রী ছিলেন বি আর আম্বেদকর। কিন্তু তিনি মেয়াদ ফুরানোর আগেই ইস্তফা দিয়েছিলেন। আম্বেদকরের দেওয়া সেই ইস্তফাপত্রটি উধাও হয়ে গিয়েছে। রাষ্ট্রপতি ভবনের সচিবালয় থেকে এই খবর জানানো হয়েছে কেন্দ্রীয় তথ্য কমিশনকে। রাষ্ট্রপতি ভবন জানিয়েছে, আম্বেদকরের ইস্তফাপত্রটি অনেক খোঁজা হয়েছে। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।

আরও পড়ুন-নদী পেরিয়ে, সাত কিমি হেঁটে দিদির দূত পৌঁছল প্রত্যন্ত গ্রামে

তথ্য জানার অধিকার আইনে আম্বেদকরের ইস্তফাপত্রের একটি প্রত্যায়িত কপি চাওয়া হয়েছিল। এক ব্যক্তি তথ্য জানার অধিকার আইনের জানতে চান, কী কারণে দেশের প্রথম আইনমন্ত্রী ইস্তফা দিয়েছিলেন? প্রধানমন্ত্রীর অফিস ওই প্রশ্নের উত্তর জানার জন্য চিঠিটি লোকসভার সচিবালয়ের কাছে পাঠায়। কিন্তু তারা কোনও উত্তর দিতে পারেনি। তারপর বিষয়টি জানানো হয় রাষ্ট্রপতি ভবনকে।

Latest article