কেন্দ্রের বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করে এবার মোদিকে চিঠি মমতার

Must read

কেন্দ্রের বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মমতার দাবি, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত এই বিল রাজ্যের অধিকারকে খর্ব করছে। যা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী। চিঠিতে মমতা আরও জানিয়েছেন, এই বিল প্রস্তাব করার পূর্বে কেন্দ্রীয় সরকার যেন রাজ্য সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে।

আরও পড়ুন-‘সোনার ছেলে’ নীরজকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী

মোদিকে লেখা চিঠিতে মমতা জানিয়েছেন, এই বিল জনসাধারণের স্বার্থবিরোধী। সংবিধানে বিদ্যুতের বিষয়টি যুগ্ম তালিকাভুক্ত একটি বিষয়। ফলে বিল নিয়ে আসার আগে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা প্রয়োজন। কোনরকম আলোচনা ছাড়া কেন্দ্র যদি এই ধরনের একতরফা পদক্ষেপ নেয় তাহলে তার স্বৈরাচারী ও রাজ্য সরকারের অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ করা হবে। এছাড়া এই বিল সংসদে পাশ হয়ে গেলে সাধারণ মানুষ, গরিব উপভোগক্তারা এর বলি হবেন।

আরও পড়ুন-ত্রিপুরায় যুব নেতৃত্বের উপর বিজেপির হামলা, তীব্র নিন্দা কুণালের, রবিতে যাচ্ছেন ব্রাত্য-কুণাল

শুধু তাই নয় চিঠিতে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যের সঙ্গে কথা না বলে এই বিল আনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। বিল সংশোধনীর মাধ্যমে কেন্দ্রের তরফ থেকে খোলা বাজারের নীতি মেনে বেসরকারি ক্ষেত্রকে মুনাফা করার সুযোগ দেওয়া হচ্ছে। বিদ্যুৎ বণ্টনের বিষয়টি রাজ্য নিয়ামক সংস্থার অধীনস্থ। এ ক্ষেত্রে সেই অধিকারও খর্ব করা হচ্ছে বলে দাবি মমতার। এবং খোদ প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সরকার যেন এই ধরনের বিল আনা থেকে বিরত থাকে।

Latest article