আসন্ন লোকসভা নির্বাচনে ১০০ শতাংশ ভিভিপ্যাটের দাবির কথা চতুর্থ ইন্ডিয়া জোটের (INDIA Alliance) বৈঠকের পরেই জানিয়ে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে দিল্লির বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলেই জানান তিনি। সেই মতো এবার এই বিষয় নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখল কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই চিঠি পাঠান।
দিল্লিতে ইন্ডিয়ার (INDIA Alliance) বৈঠকের পরে সংসদ ভবনে বাংলার দাবি নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সংসদে তৃণমূলের অফিসে তাঁর সঙ্গে দেখা হয় বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের। তৃণমূল সুপ্রিমো তাঁকে বলেন, ইন্ডিয়া জোটের উচিত ভিভিপ্যাট ব্যবহারের দাবি জানানো। তাঁর এই বক্তব্যকে ইন্ডিয়া জোটের বৈঠকে সমর্থন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। সেই সময় দিগ্বিজয় অভিযোগ করেন, বারবার সময় চাওয়ার পরেও জাতীয় নির্বাচন কমিশন তাঁকে সাক্ষাতের সময় দিচ্ছে না। ফলে VVPAT সংক্রান্ত দাবি জানানোর সুযোগ পাওয়া যাচ্ছে না। সূত্রে খবর, দিগ্বিজয়-সহ অন্যান্য কংগ্রেস নেতাদের নির্বাচন কমিশনের সামনে ধর্নার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই ইস্যুতে নিজের দলীয় সাংসদদেরও নির্বাচন কমিশনের সামনে ধর্নায় বসার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুন- মণিপুরে হিংসার ঘটনায় মৃত ৪, জঙ্গি হামলায় আহত ৪ পুলিশ কর্মী-১ জওয়ান
এরপরেই জোটের তরফে ‘VVPAT’ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। কিন্তু সেই স্মারকলিপির প্রেক্ষিতে এখনও পর্যন্ত ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় দেয়নি নির্বাচন কমিশন। এবার চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে দাবি জানানো হয়েছে, সরাসরি ভিভিপ্যাট স্লিপ বাক্সে ঢুকে যাওয়ার বদলে, ভোটারদের হাতে দেওয়া হোক। ভোটাররাই সেটি মিলিয়ে দেখে আলাদা ব্যালট বক্সে ফেলবেন। তাহলেই ভিভিপ্যাট স্লিপের ১০০ শতাংশ গণনা সম্ভব হবে বলে চিঠিতে দাবি জানানো হয়েছে। দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত প্রায় সবদলের নেতৃত্বই মোদি সরকারের বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ তোলেন। সেখানেই সিদ্ধান্ত হয়, ১০০ শতাংশ ভিভিপ্যাট–এর বিষয়টি নিশ্চিত করতে নির্বাচন কমিশনারের কাছে দাবি জানানো হবে। সেই মতো জোটের পক্ষ থেকে চিঠি দিল কংগ্রেস।