এমাসেই বাজারে আসতে পারে এলআইসির শেয়ার

Must read

প্রতিবেদন : করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পরিকাঠামো প্রায় ভেঙে পড়েছে। ভেঙে পড়া অর্থনীতিকে দাঁড় করাতে নানা টোটকা ব্যবহার করছে সরকার। এরইমধ্যে শোনা যাচ্ছে চলতি মাসে বাজারে আসতে চলেছে ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসির (LIC) শেয়ার বা ইনিসিয়াল পাবলিক অফারিং (আইপিও)। সূত্রের খবর, এলআইসির শেয়ারের মোট মূল্য হতে পারে প্রায় ১ লক্ষ কোটি টাকা। যা বিনিয়োগকারীদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এত বড় অঙ্কের আইপিও বাজারে খুব কমই এসেছে। ইতিমধ্যেই এলআইসির আইপিওর খসড়া প্রস্তুতের কাজ শুরু করে দিয়েছেন সংস্থার শীর্ষ স্থানীয় আধিকারিকরা। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যেই সেবির কাছে অনুমোদনের জন্য ওই খসড়া জমা দেওয়া হবে। অনুমোদন মিললেই বাজারে পা রাখবে এলআইসির (LIC) শেয়ার বা ইনিসিয়াল পাবলিক অফারিং। কেন্দ্র আগেই জানিয়েছে, আইপিও’র আওতায় জারি হওয়া শেয়ারের প্রায় ১০ শতাংশ থাকবে সংস্থার গ্রাহকদের জন্য সংরক্ষিত। শেয়ারের দামে তাঁরা কিছুটা বাড়তি ছাড়ও পাবেন। অর্থাৎ অন্য লগ্নিকারীদের তুলনায় তারা কিছুটা সস্তা দরে শেয়ার কিনতে পারবেন। বিমা গ্রাহকদের শেয়ার কেনায় উৎসাহ দিতেই সংস্থার এই পরিকল্পনা।

আরও পড়ুন: ধর্মসংসদে প্ররোচনা নোটিস সুপ্রিম কোর্টের

Latest article