প্রতিবেদন : পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে সিপিএমের মিথ্যাচার এবার তথ্য-সহ প্রমাণিত হল। রাম-বাম জোটের পরিকল্পিত অশান্তিকে হাতিয়ার করে সিংহভাগ আসনে নিজেদের জয়ী প্রমাণ করতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছে সিপিএম। সেই সোশ্যাল মিডিয়াতেই প্রমাণ নিয়ে জবাব দিলেন তৃণমূলের আইটি সেলের প্রধান তথা দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।
আরও পড়ুন-পুজোর আগেই শেষ হবে মেরামতি
তৃণমূল মুখপাত্র ফেসবুক পোস্টে লেখেন, ‘সমস্ত জেলা থেকে তথ্য আসার পর পুনর্নির্বাচনের ফলাফলের আসল তথ্য জানতে পারলাম। এবং তারই সঙ্গে সিপিএম দলটা কোন স্তরের মিথ্যাবাদী সেটাও আন্দাজ পেলাম। তথ্য প্রমাণ করে দিয়েছে নিজেদের প্রথম বলে দাবি করা সিপিএম আসলে চতুর্থ। ৩৪ বছর বাস্তবের মাটিতে ছাপ্পা দিতে দিতে এখন ফেসবুকেও ছাপ্পা মেরে ফল প্রকাশ করছে! নির্লজ্জ, বেহায়া আগাপাছতলা মিথ্যাবাদী দল।’ দেবাংশুর এই পোস্ট নিয়ে এখনও কোনও জবাব দিতে পারেনি সিপিএম।