কোল খালি হয়েছে অনেক মায়ের। সৌজন্যে এই নার্স (Nurse)। ২০১৫ থেকে ২০১৬ – একবছরের মধ্যে সাত-সাতটি শিশুকে হত্যা এবং আরও ছয় শিশুকে হত্যার চেষ্টা চালিয়ে গিয়েছিল ব্রিটিশ নার্স লুসি লেটবি (Lucy Letby)। গোটা বিশ্বের মানুষ একপ্রকার হতবাক তার এই কর্মকাণ্ডে। আধুনিক ইউরোপের ইতিহাসে সবথেকে বিপজ্জনক শিশু সিরিয়াল কিলার হিসেবে গণ্য করা হচ্ছে তাকে।
আরও পড়ুন-বিধ্বস্ত ক্যালিফোর্নিয়া, একদিকে হ্যারিকেন, অন্যদিকে ভূমিকম্প
আজ, সোমবার (২১ অগস্ট), সময়ের আগে জন্মানো এবং অসুস্থ নবজাতকদের হত্যা করার দায়ে দোষী সাব্যস্ত করা হল নার্স লুসি লেটবিকে। শিশুদের বাবা-মায়েদের দুর্বলতার সুযোগ নেওয়ার দায়েও দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে। ম্যানচেস্টার ক্রাউন কোর্ট এর ফলে তাকে আজীবন কারাদণ্ড দিয়েছে।
আরও পড়ুন-গুজরাত হাইকোর্টকে তীব্র আক্রমণ শীর্ষ আদালতের, সুপ্রিম-নির্দেশের বিরোধীতা করা যাবে না
ম্যানচেস্টার ক্রাউন কোর্টের বিচারপতি এই বিষয়ে জানান লুসি লেটবি হঠাৎ করে এই হামলাগুলি করেনি। ভাবনা-চিন্তা করে, ধূর্ততার সঙ্গে সে নবজাতকদের হত্যা করেছে বা হত্যার চেষ্টা করেছে। তার আচরণ ‘অত্যন্ত ভয়ঙ্কর’ বলে মন্তব্য করেন বিচারপতি। ৩৩ বছরের লুসি লেটবিকে, পাঁচ শিশুপুত্র এবং দুই শিশুকন্যাকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। ইংল্যান্ডের কাউন্টেস অব চেস্টার হাসপাতালে ২০১৫ সালের জুন থেকে ২০১৬-র জুনের মধ্যে এই ঘটনা ঘটে। আরও বেশ কয়েকজন নবজাতক তার শিকার হয়ে থাকতে পারে বলে অনুমান করছেন তদন্তকারী অফিসাররা।
আরও পড়ুন-পয়লা বৈশাখেই পশ্চিমবঙ্গ দিবস?
যদিও তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছিল লুসি। ব্রিটিশ পুলিশ তার বাড়িতে বেশ কিছু নোট পেয়েছিল। নোটে লেখা ছিল, “আমি খুব খারাপ, আমি এই কাজ করেছি।” কোনও নোটে লেখা ছিল “আমি বেঁচে থাকার যোগ্য নই। আমি ওদের ইচ্ছে করে হত্যা করেছি। ওদের যত্ন নেওয়ার যোগ্য নই আমি।” তবে এভাবে একের পর এক নিরপরাধ নবজাতককে হত্যার পিছনে তার কী উদ্দেশ্য ছিল, সেটা অস্পষ্ট থেকে গিয়েছে।