১০০ মিটারে সোনা নোয়ার

২০০৯ সালে ৯.৫৮ সেকেন্ডে দৌড় শেষ করে এই রেকর্ড গড়েছিলেন জামাইকান কিংবদন্তি উসেইন বোল্ট। যা ১৪ বছরে পরেও অক্ষত।

Must read

বুদাপেস্ট, ২১ অগাস্ট : বুদাপেস্টে আয়োজিত ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পুরুষদের ১০০ মিটারে সোনা জিতলেন আমেরিকার নোয়া লাইলস। ৯.৮৩ সেকেন্ডে দৌড় শেষ করে সোনার পদকের দখল নেন মার্কিন স্প্রিন্টার। তবে ১০০ মিটার দৌড়ের বিশ্ব রেকর্ডের ধারে কাছেও পৌঁছতে পারেননি নোয়া।

আরও পড়ুন-আজীবন জেল ৭ শিশুর হত্যাকারী নার্সের, কারণ অধরা

২০০৯ সালে ৯.৫৮ সেকেন্ডে দৌড় শেষ করে এই রেকর্ড গড়েছিলেন জামাইকান কিংবদন্তি উসেইন বোল্ট। যা ১৪ বছরে পরেও অক্ষত। নোয়াকে দারুণ টক্কর দিয়েছেন বৎসোয়ানার স্প্রিন্টার লেটসাইল তেবোগো। তিনি ৯.৮৮ সেকেন্ডে দৌড় শেষ করে রুপো পেয়েছেন। ৯.৮৯ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন গ্রেট ব্রিটেনের জার্নেইল হিউজ। এদিকে, ১০০ মিটারে সোনা জিতেই থামতে রাজি নন নোয়া। তাঁর সাফ কথা, আমি এখানে তিনটে সোনা জিততে এসেছি। একটা সোনা জিতেছি। এবার লক্ষ্য ২০০ মিটার ও ৪০০ মিটারের। তবে কোনও সন্দেহ নেই, ১০০ মিটারের দৌড়টাই সবথেকে বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং ছিল।

Latest article