চার নম্বর স্রেফ একটা সংখ্যা, ফের সরব সৌরভ

সোমবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, চার নম্বর স্রেফ একটা সংখ্যা। যে কাউকে ওখানে খেলানো যায়।

Must read

মুম্বই, ২১ অগাস্ট : এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণার দিনেই ফের ব্যাটিং অর্ডারের চার নম্বর নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, চার নম্বর স্রেফ একটা সংখ্যা। যে কাউকে ওখানে খেলানো যায়। ভারতে প্রতিভার অভাব নেই। তবুও শুনতে হয়, নেই নেই। আসলে আমাদের হাতে এত বিকল্প যে, সিদ্ধান্তই নিতে পারি না। নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টকে ঠিক করতে হবে, এই আমার চার নম্বর, একেই খেলিয়ে যাব। একটা ব্যাটিং পজিশন নিয়ে এত বেশি ভাবার কিছু নেই।

আরও পড়ুন-১০০ মিটারে সোনা নোয়ার

সৌরভ আরও বলেন, সাদা বলের ফরম্যাটে আমি মিডল অর্ডারে শুরু করলেও পরে ওপেন করেছি। কারণ তৎকালীন অধিনায়ক শচীন তেন্ডুলকর আমাকে ওপেনার হিসেবে চেয়েছিল। শচীনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শুরুতে ছ’নম্বরে ব্যাট করত। কিন্তু অধিনায়কের কথায় ওপেন করা শু।

আরও পড়ুন-আজীবন জেল ৭ শিশুর হত্যাকারী নার্সের, কারণ অধরা

এশিয়া কাপ এবং বিশ্বরু করে। বাকিটা ইতিহাস। তাই চার নম্বরে যে কেউ ব্যাট করতেই পারে। বিরাট রয়েছে, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, আরও অনেকে রয়েছেকাপে ভারতের ভাল ফল নিয়ে আশাবাদী সৌরভ। তিনি বলেন, শক্তিশালী দল হয়েছে। তবে যুজবেন্দ্র চাহাল সুযোগ না পাওয়ায় আমি কিছুটা অবাক হয়েছি। জানি না, নির্বাচকরা কী ভেবেছেন। তবে আমি বরাবরই রিস্ট স্পিনারদের পক্ষে। সৌরভের বাড়তি সংযোজন, তবে শুধু শক্তিশালী দল গড়লেই তো হবে না। বিশ্বকাপ জিততে হবে। আমি নিশ্চিত, ভারত বিশ্বকাপের শেষ চারে যাবে। এর আগে এই দলটাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল। আশা করি, এশিয়া কাপ এবং বিশ্বকাপ—দুটো ট্রফিই ভারত জিতবে।

Latest article