সংবাদদাতা, বালুরঘাট : তৃণমূল (Trinamool Congress) নেতা খুনের ঘটনায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত প্রথম কোর্টের বিচারক অখিলেশ পান্ডে দোষীদের সাজা ঘোষণা করেন। দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন এই মামলায় প্রসেনজিৎ মন্ডল এবং বরেন বর্মন-কে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন সঙ্গে ১০ হাজার টাকার ফাইন অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সেই সাথে তিনি জানান এই মামলায় অন্যতম অভিযুক্ত শ্যামল বর্মন-কে তথ্য প্রমাণের অভাবে খালাস দিয়েছে আদালত। উল্লেখ্য, ২০১৭ সালের ৫ জানুয়ারি বালুরঘাট ব্লকের পঞ্চায়েত সমিতির মেম্বার শিপ্রা সরকারের স্বামী তথা তৃণমূল (Trinamool Congress) নেতা প্রতুল বর্মন নিখোঁজ হন। পরে দেহ উদ্ধার হয়।