লুইস-ঝড়ে উড়ে গেল সিএসকে

Must read

মুম্বই, ৩১ মার্চ : প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও মুখ থুবড়ে পড়ল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আরও স্পষ্ট করে বলতে গেলে লখনউ সুপার জায়ান্টসের ক্যারিবিয়ান তারকা ইভিন লুইসের কাছে হার মানলেন রবীন্দ্র জাদেজারা। অথচ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১০ রান তুলেছিল সিএসকে (Chennai Super Kings)। কিন্তু ১৯.৩ ওভারে ৪ উইকেটে ২১১ রান তুলে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় লখনউ।

আরও পড়ুন – ট্রেনিং শুরু সূর্যর

লুইস মাত্র ২৩ বলে ৫৫ রান করে নট আউট থাকেন। তাঁকে চমৎকার সঙ্গ দেন তরুণ তুর্কি আয়ুশ বাদনি। তিনি ৯ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। শেষ দু’ওভারে জেতার জন্য ৩৪ রান করতে হত লখনউকে। শিবম দুবের করা ১৯তম ওভারে ২৫ রান তুলে ম্যাচ মুঠোয় নিয়ে আসেন লুইস-বাদনি জুটি। তবে দুশোর বেশি রান তাড়া করেও যে জেতা সম্ভব, সেই বিশ্বাসের ভিত তৈরি করে দিয়েছিলেন লখনউ-এর দুই ওপেনার কেএল রাহুল ও কুইন্টন ডি’কক। প্রথম উইকেটে ঝড়ের গতিতে ৯৯ রান যোগ করেন দু’জনে। রাহুল আউট হন ২৬ বলে ৪০ রান করে। ডি’ককের অবদান ৪৫ বলে ৬১ রান। তবে পরপর উইকেট হারিয়ে একটা সময় লখনউ লক্ষ্য থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিল। তবে লুইসের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত তিন বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় তারা।

এর আগে রবিন উত্থাপার ২৭ বলে ৫০ ও শিবম দুবের ৩০ বলে ৪৯ রানের ইংনিস সিএসকেকে (Chennai Super Kings) বড় রান তুলতে সাহায্য করেছিল। এছাড়া মইন আলি ২২ বলে ৩৫ রান করেন।

Latest article