রাজ্য বাজেট: মহিলাদের আজীবন আর্থিক সুরক্ষা

Must read

২০২৩-২৪-এর রাজ্য বাজেটও (West Bengal Budget 2023) কন্যাশ্রী থেকে লক্ষ্মী ভাণ্ডার হয়ে বার্ধক্যভাতা, সঙ্গে বিধবা ভাতা- মহিলাদের আজীবন আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার, বাজেট (West Bengal Budget 2023) ঘোষণায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ঘোষণা করেন, ৬০ পেরোলে আর আলাদা করে বার্ধক্যভাতার জন্য আবেদন করতে হবে না। চন্দ্রিমা জানান, “৬০ বছর পরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হবে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা ৬০ পেরলেই প্রতিমাসে ১ হাজার টাকা বার্ধক্য ভাতা পাবেন।“ এতদিন ৬০ বছর পর্যন্ত ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পেতেন না মহিলারা। বার্ধক্য ভাতার জন্য আলাদা করে আবেদন করতে হত। কিন্তু এবার সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি মহিলাদের।

আরও পড়ুন: ‘এটা কর্মসংস্থানের বাজেট, কোটি-কোটি মানুষ চাকরি পাবেন’ বাজেট নিয়ে দাবি মুখ্যমন্ত্রীর

অর্থমন্ত্রী জানান, রাজ্যের ১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হচ্ছে। ৬০ বছর পরেও যাতে মহিলাদের ভাতা বন্ধ না হয় সেই লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপকদের সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। প্রতি মাসে ১ হাজার টাকা পেনশন পাবেন তাঁরা।’

স্কুলের অষ্টমশ্রেণি থেকেই কন্যাশ্রী প্রকল্পের আওতায় আসে সব সরকারি স্কুলের ছাত্রীরা। ১৮ বছরের পরে বিয়ে অথবা স্বনির্ভরতার জন্য ২৫ হাজার টাকা পান তাঁরা। একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যোগ্য হন তাঁরা। একই সঙ্গে বিধবাভাতাও রয়েছে রাজ্য সরকারি প্রকল্পে। এরপর বার্ধক্যভাতা। তারও পদ্ধতি সুগম হল।

মমতা বন্দ্যোপাধ্যায় বারাবরই মহিলাদের স্বনির্ভর হওয়ার বিষয়ে উদ্যোগী। সামাজিক-আর্থিক বিষয়ে মহিলাদের এগিয়ে যাওয়ার বিষয়ে উৎসাহ দেন তিনি। রাজনীতিতেও মহিলাদের যোগদানের জন্য আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো। এবারের বাজেটে মহিলাদের জন্য আজীবন আর্থিক সুরক্ষার ব্যবস্থা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article