উদ্যোগী পুরসভা, আলোর মালায় নতুন সাজে বো ব্যারাক

ফিরিয়ে আনা হচ্ছে ব্রিটিশ আমলের ঐতিহ্য-পরিবেশ

Must read

প্রতিবেদন : ঐতিহ্য মেনে বো ব্যারাককে (Bow Barracks- Kolkata) নতুন ভাবে আলো দিয়ে সাজিয়ে তোলার উদ্যোগ নিল কলকাতা পুরসভা। সারা বছর কেউ না গেলেও প্রতিবার বছরের শেষদিকে এই সময়টাই বো ব্যারাকে মানুষের আনাগোনা বাড়ে। বড়দিন ও নতুন বছর সেলিব্রেশনে অনেকের কাছেই বো ব্যারাকের আলাদা আকর্ষণ রয়েছে। বাম আমলে কিছু না হলেও এখান বো ব্যারাকের বাসিন্দাদের পাশে সারা বছরই থাকে বর্তমান সরকার। স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেও বো ব্যারাকে গিয়েছেন একাধিকবার। বড়দিনের আগে নিয়ম মেনে তাই সেজে উঠে এলাকা। এবার সেই বো ব্যারাককে (Bow Barracks- Kolkata) তার ঐতিহ্য মেনে নতুন ভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা করেছে কলকাতা পুরসভা। প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল এই বো ব্যারাকের দু’তিনটি বাড়িতে। তারপর শহরের অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটির বাসস্থান হয়ে উঠে এই বো ব্যারাক। সেই সময় এই এলাকায় বিশেষ ধরনের ভেপার আলো জ্বলতে দেখা যেত। সেই ভেপার ল্যাম্প পোস্টের আদলে ডিজাইন করা মোনোপোল ল্যাম্প পোস্ট লাগানোর উদ্যোগ নিয়েছে পুরসভা। এভাবেই উৎসবের মরশুমে বো ব্যারাককে তার ঐতিহ্য মেনে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই আলোর মাধ্যমে গোটা বো ব্যারাকে আলো-আঁধারির পরিবেশ তৈরি করে ব্রিটিশ আমলের ঐতিহ্য ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এর সঙ্গে বো ব্যারাকে হেরিটেজ তকমা বা ব্লু প্লাক বসানো যায় কিনা তা নিয়েও চিন্তা-ভাবনা শুরু করেছে ইনট্যাক। এ-নিয়ে শীঘ্রই তাঁরা কলকাতা পুরসভার সঙ্গে বৈঠক করতে চলেছে বলেই ইনট্যাক সূত্রে জানা গিয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পর্যটকদেরও নিঃসন্দেহে আকৃষ্ট করবে ঐতিহ্যমণ্ডিত বো ব্যারাক।

আরও পড়ুন-যোগীর রাজ্য থেকে ধৃত মাদক পাচারের পান্ডা বিজেপি নেতা

Latest article