মরক্কোর কাছে হেরে চাপে বেলজিয়াম, জাপানকে হারাল কোস্টারিকা

মরক্কো ২ বেলজিয়াম ০ কোস্টারিকা ১ জাপান ০

Must read

দোহা: গতবারের সেমিফাইনালিস্ট তথা ফিফা র‍্যাঙ্কিংয়ে দু’নম্বরে থাকা বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে রবিবার বিশ্বকাপে বড় চমক দিল মরক্কো (Belgium vs Morocco)। ভারের জন্য একটি গোল বাতিল না হলে, ম্যাচটা আরও বড় ব্যবধানে জেতে মরক্কো (Belgium vs Morocco)। বিরতির ঠিক আগে ফ্রি-কিক থেকে গোল করেছিলেন হাকিম জিয়েচ। কিন্তু মরক্কোর আরেক ফুটবলার রোমাইন সাইস অফসাইডে থাকায়, সেই গোল বাতিল করে দেন রেফারি।

আরও পড়ুন-ক্লেটনের জোড়া গোলে জয়ে ফিরল ইস্টবেঙ্গল

অন্যদিকে, এই ম্যাচে হেরে নকআউটে ওঠার রাস্তাটা কঠিন করে ফেললেন এডেন হ্যাজার্ডরা। এই ম্যাচ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বেলজিয়ামের সোনালি প্রজন্ম নিজেদের সেরা সময় ফেলে এসেছেন। বরং দাপুটে ফুটবল উপহার দিয়েই তিন পয়েন্ট ছিনিয়ে নিল মরক্কো। ৭৩ মিনিটে মরক্কোর হয়ে প্রথম গোল করেন আব্দেল হামিদ সাবিরি। ৯২ মিনিটে জাকারিয়া আবৌখলাল বেলজিয়ামের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। এদিকে, জার্মানিকে হারিয়ে চমক দেওয়ার পর কোস্টারিকার কাছে ০-১ গোলে হেরে চাপে জাপান (Japan vs Costa rica)। গোটা ম্যাচে দাপিয়ে খেলেও গোল পেলেন না জাপানিরা। অথচ এদিন জিতলেই, প্রি-কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা হয়ে যেত। ৮০ মিনিটে কোস্টারিকার হয়ে জয়সূচক গোলটি করেন কেইশের ফুলার।

Latest article