অসময় বৃষ্টি গুজরাতে (Lightning- Gujarat)। বাজ পড়ে মৃতের সংখ্যা বেড়ে হল হল ২৪। এছাড়া বিস্তীর্ণ এলাকা জুড়ে বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে। জানা গিয়েছে, বজ্রপাতের জেরে গুজরাতের ১৩টি জেলায় ২৪ জন মারা গিয়েছেন। সোমবারও গুজরাতের কিছু জেলায় বৃষ্টি চলবে বলে জানিয়ে আবহাওয়া দফতর। তবে খানিকটা হলেও কমবে দুর্যোগের মাত্রা।
আরও পড়ুন- মালাগাড়ির ধাক্কায় মৃত্যু তিনটি হাতির, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার গুজরাতের (Lightning- Gujarat) কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমলেও দক্ষিণ গুজরাত এবং সৌরাষ্ট্রের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে৷ গুজরাত প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের ২৫২টি ব্লকের মধ্যে ২৩৪টি ব্লকেই রবিবার বৃষ্টি হয়েছে৷ সুরাত, সুরেন্দ্রনগর, খেড়া, তাপি, ভারুচ এবং আমরেলির মতো জেলাগুলিতে মাত্র ১৬ ঘণ্টার মধ্যে ৫০ থেকে ১১৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে৷ বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।