মালাগাড়ির ধাক্কায় মৃত্যু তিনটি হাতির, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Must read

মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল শাবক-সহ তিনটি হাতির (Three elephants killed)। সোমবার সকালে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়িগামী মালগাড়ির ধাক্কায় হাতিগুলির মৃত্যু হয়েছে। বারবার রেল লাইনে হাতির মৃত্যুর ঘটনা ঘটার পর হাতি মৃত্যু রুখতে থার্মাল ডিভাইস আইডিএস ব্যবহারের সিদ্ধান্ত নেয় রেল। সুতরাং রেল লাইনে হাতি উঠলেই অ্যালার্ম বাজার কথা। সেখানে কেন অ্যালার্ম বাজল না? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর অ্যালার্ম না বাজায় সেটা রেলের ব্যর্থতা বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-রান্নার গ্যাসে বায়োমেট্রিক, কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহকরা

জানা গিয়েছে, সোমবার সকাল ৭টা ২০ মিনিট নাগাদ রাজাভাতখাওয়ার শিকারি গেট এলাকা দিয়ে শিলিগুড়ির দিকে একটি মালগাড়ি যাচ্ছিল। ওই সময় রেললাইন পারাপার করতে গিয়ে ধাক্কা লাগে মালগাড়ির সঙ্গে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিনটি হাতির (Three elephants killed)। হাতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে আসেন রেল এবং বন দফতরের পদস্থকর্তারা। এই ঘটনার জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ওই লাইনে। আলিপুরদুয়ারের ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, ঘটনাটি ঘটে রাজাভাতখাওয়া এবং কালচিনি সেকশনের মাঝামাঝি এলাকায়। একটি মালগাড়ির ধাক্কায় তিনটি হাতির মৃত্যু হয়েছে। আমাদের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। বন আধিকারিকদেরও ঘটনাস্থলে আসতে বলা হয়। ট্রেনের চালক বা ডিউটিতে যাঁরা ছিলেন, তাঁদের মেডিক্যাল পরীক্ষা হচ্ছে। তাঁরা নেশাগ্রস্ত ছিলেন কি না, দেখা হচ্ছে।

Latest article