রীতি মেনে মদনমোহনের রাস উৎসব

Must read

সংবাদদাতা, কোচবিহার : রাজআমলের রীতি মেনে মদনমোহন মন্দিরের (Ras Yatra- Madan Mohan Temple) রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করলেন জেলাশাসক ও দেবত্তর ট্রাস্ট বোর্ড সভাপতি অরবিন্দ কুমার মিনা। ১৮৮৯ সালে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ মদনমোহন মন্দির প্রতিষ্ঠার পরে থেকে মন্দির চত্বরে হয় রাসউতসব। একসময় কোচবিহারের মহারাজারা নিজেরা রাসউতসবের সূচনা করলেও এখন দেবত্তর ট্রাস্ট বোর্ড সভাপতি হিসেবে কোচবিহারের যিনি জেলাশাসক তিনি রাস ঘুরিয়ে উতসবের সূচনা করেন প্রতিবছর। কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জানান, কোচবিহার বাসীর মঙ্গলকামনায় মদনমোহন ঠাকুরকে পুজো দিয়ে রাস ঘুরিয়েছেন। সকলকে রাস উৎসবের (Ras Yatra- Madan Mohan Temple) শুভেচ্ছা৷ পনেরো দিন ধরে চলবে এই রাসউৎসব। কোচবিহার পুরসভা জানিয়েছে রাস উতসব ঘিরে সোমবার থেকে শুরু হবে রাসমেলা। বাংলাদেশ থেকে ইলিশ, খেজুর গুড়,  জামাকাপড় সহ ১৮ টি দোকান এসেছে ইতিমধ্যেই৷ এছাড়াও অসম নেপাল ভূটান থেকে ব্যবসায়ীরা এসেছেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা মন্ত্রী শশি পাঁজা,  উদয়ন গুহ, বুলুচিক বড়াইক।

আরও পড়ুন- রান্নার গ্যাসে বায়োমেট্রিক, কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহকরা

Latest article