ফেডেরারের মতোই অবসর চান জকো

Must read

তেল আভিভ, ২৮ সেপ্টেম্বর : রজার ফেডেরারের মতো বিদায় চান নোভাক জকোভিচ (Tennis Player Novak Djokovic)। অবসর মুহূর্তে পাশে চান সেই প্রতিদ্বন্দ্বীদের, যাঁদের বিরুদ্ধে কোর্টে হাড্ডাহাড্ডি লড়েছেন।
লেভার কাপের মাঝে অবসর নিয়েছেন ফেডেরার। সেই মুহূর্তে তাঁর পাশে ছিলেন রাফায়েল নাদাল, জকোভিচ, অ্যান্ডি মারের মতো সতীর্থরা। যাঁদের বিরুদ্ধে কোর্টে লড়তে হয়েছে সুইস তারকাকে। লন্ডনের ০২ এরিনায় ডাবলসে হারের পর ফেডেরার ও নাদাল পাশাপাশি বসে কেঁদেছেন। সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যাঁরা কোর্টে পরস্পরের বিরুদ্ধে লড়েছেন, তাঁদের এমন
আবেগ-বিহ্বল চেহারা মন ছুঁয়ে গিয়েছে টেনিসপ্রমীদের। ফেডেরারের বিদায় মুহূর্তে নাদাল ছাড়াও পাশে ছিলেন জকোভিচ (Tennis Player Novak Djokovic) ও মারে।

তেল আভিভে সাংবাদিকদের সঙ্গে কথাপ্রসঙ্গে জকোভিচ বলেছেন, ‘‘মন ছুঁয়ে যাওয়ার মতো ঘটনা। ফেডেরারের পরিবার ও বাচ্চাদের দেখে খুব আবেগপ্রবন হয়ে পড়েছিলাম। এটা দেখে মনে হয়েছে, আমার অবসরের মুহূর্ত কেমন হবে। একটা জিনিস বলতে পারি, সেই মুহূর্তে পাশে পরিবার, কাছের বন্ধুদের দেখতে চাইব। কঠিন প্রতিদ্বন্দ্বীদেরও পাশে চাইব। এতে অবসরের গুরুত্ব আরও বেড়ে যাবে।”

আরও পড়ুন-পুজোর আগে বাড়ছে জেলার আশা কর্মীদের বোনাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাদালের ২২টি গ্র্যান্ড স্লাম খেতাবের থেকে একটি কম ৩৫ বছরের জকোভিচের। তিনি জানিয়েছেন, লেভার কাপের সময় কবজির যে সমস্যা ছিল, সেটা নেই। আর নাদালকেই তাঁর সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী বলে জানিয়েছেন তিনি। ‘‘আমরা বেশি ম্যাচ খেলেছি। আমাদের লড়াইটা টেনিস ইতিহাসে থেকে যাবে। এই প্রতিদ্বন্দিতা খুব স্পেশাল। আশা করি আমরা আরও ম্যাচে পরষ্পরের বিরুদ্ধে খেলব। যা আমাদের কাছে তো বটেই, ফ্যানেদের কাছেও উপভোগ্য হবে।”

Latest article