শিলিগুড়ির (Siliguri) বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park) কবে আসছে সিংহ এই নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। জানা যাচ্ছে, এবারের শীতেই অপেক্ষার অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, সিংহ এবার আসতে পারে শিলিগুড়িতে। তাদের থাকার উপযোগী করে তৈরী করা হচ্ছে বেঙ্গল সাফারি পার্ককে।
আরও পড়ুন-ভূমিকম্পে কাঁপল ফরিদাবাদ, অনুভূত হল দিল্লি-এনসিআরএও
শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে হাতি, চিতাবাঘ, বাঘ আছে । তবে সিংহ ছিল না। বেঙ্গল সাফারি সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামী নভেম্বর মাসে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে সিংহ আনা হবে। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আলিপুর চিড়িয়াখানা, রাঁচি ও ত্রিপুরা থেকে এই সিংহ আনার পরিকল্পনা চলছে। আপাতত চারটি সিংহ আনা হবে।
আরও পড়ুন-মালদহের ঘটনায় বিজেপির এক্সের পোস্টে সরব শশী পাঁজা
বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকার এই বিষয়ে জানিয়েছেন, বেঙ্গল সাফারি পার্কে সিংহ আনার ব্যাপারে কথা হয়েছে। নভেম্বর মাসে আসতে পারে। তার প্রস্তুতি চলছে। প্রায় ৪০ হেক্টর জমিতে সিংহ রাখার জন্য উপযুক্ত জায়গা করা হচ্ছে। ১০ কামরার নাইট শেল্টার করা হচ্ছে। তাহলে শীতের মরশুমে উত্তরবঙ্গে বেড়াতে গেলে বাড়তি পাওনা হচ্ছে সিংহ দর্শন। বেঙ্গল সাফারি পার্কে আরও ৫-৬ ধরনের জন্তু আনা হবে । সব মিলিয়ে বেঙ্গল সাফারির পরিকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে।