ভূমিকম্পে কাঁপল ফরিদাবাদ, অনুভূত হল দিল্লি-এনসিআরএও

গত ৩ অক্টোবর দিল্লি এনসিআরএ অনুভূত হয়েছে কম্পন। নেপালেও ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২।

Must read

হরিয়ানার (Haryana) ফরিদাবাদ (Faridabad) ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল। কম্পন অনুভূত হয়েছে দিল্লি-এনআসিআর-এ। ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজি জানিয়েছে এদিন কম্পনের মাত্রা ছিল ৩.১। বিকেল ৪.০৮ মিনিট নাগাদ ১০ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়। আজ, আফগানিস্তানও ফের একবার কম্পন হয়। গত এক সপ্তাহে তৃতীয়বারের ঘটনা এটি। এরপরই দিল্লিতে কম্পন অনুভূত হয়।

আরও পড়ুন-মালদহের ঘটনায় বিজেপির এক্সের পোস্টে সরব শশী পাঁজা

গত ৩ অক্টোবর দিল্লি এনসিআরএ অনুভূত হয়েছে কম্পন। নেপালেও ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২। ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপালের বাঝাং জেলা। সেদিন কাঠমাণন্ডু থেকে ৭০০ কিলোমিটার পশ্চিমে দুুপুর ২.৪০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।

আরও পড়ুন-মহালয়াতেই রেকর্ড ভিড় মেট্রোতে

রবিবার বেলার দিকে আবার একবার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। জানা গিয়েছে, হেরাত এলাকায় বিশাল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ৪ হাজার ছাড়িয়েছে মৃত্যু মিছিল। আহতের সংখ্যাও অনেকটাই। আজ নতুন করে ভূমিকম্পে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আফগানিস্তানে স্থানীয় সময় সকাল ৮ টা নাগাদ এই ভূমিকম্প হয়েছে। জানা গিয়েছে, আগের ভূমিকম্পে হেরাতের ২০ টি গ্রামকে তছনছ হয়ে গিয়েছে। ভূমিকম্পের আফটার শকের পরে সেই উদ্ধার কাজ খুব ধীরে শুরু হয়।

আরও পড়ুন-মহালয়ার রাতে শ্রীভূমিতে জনসমুদ্র, কড়া নিরাপত্তার দায়িত্বে পুলিশ

রবিবার আফগানিস্তানে হেরাত শহর সংলগ্ন এলাকায় যে ভূমিকম্প হয়েছে তার তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.৩। ভূগর্ভের ৬.৩ কিলোমিটার গভীরে এই কম্পন ছড়িয়ে পড়ে। রবিবারের ঘটনায় আফগানিস্তানে মোট ১০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, হেরাত থেকে ৩৪ কিলোমিটার দূরের এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।

Latest article