মহালয়ার রাতে শ্রীভূমিতে জনসমুদ্র, কড়া নিরাপত্তার দায়িত্বে পুলিশ

মহালয়ার রাতে শ্রীভূমির মণ্ডপ দর্শকদের জন্য খুলে দেওয়ার কথা ছিল। এর ফলেই ভিড় উপচে পড়তে শুরু করে।

Must read

যদিও দুর্গাপুজো (Durgapuja) শুরু হয়নি এখনও। কিন্তু মহালয়ার (Mahalaya) দিন লেক টাউন মোড়ে ভিড় সামলাতে হিমশিম পুলিশ। সময় যত গড়াচ্ছে ভিড় বাড়ছে। আটকে পড়েছে বাস, গাড়ি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Sreebhumi sporting club) দুর্গাপুজো মণ্ডপ উদ্বোধন হতেই দীর্ঘ যানজট দেখা গেল ভিআইপি রোড এবং ইএম বাইপাস–সহ বেশ কিছু রাস্তায়। মহালয়ার রাতে শ্রীভূমির মণ্ডপ দর্শকদের জন্য খুলে দেওয়ার কথা ছিল। এর ফলেই ভিড় উপচে পড়তে শুরু করে।

আরও পড়ুন-রানিগঞ্জে খনি-ধসে মৃত তিনের পরিবারকে সাহায্য

পরিস্থিতি সামলাতে পুলিশ ব্যারিকেড, দড়ি দিয়ে ভিড় সামলানোর চেষ্টা করে। দুর্গাপুজোর উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই পুজো কমিটি এবং পুলিশকে পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে নির্দেশ দিয়েছিলেন। শ্রীভূমি স্পোর্টিংয়ের দুর্গাপুজোর উদ্বোধনে এসেছেন অভিনেত্রী বিদ্যা বালন। শনিবার রাত ৮টায় মণ্ডপ দর্শকদের জন্য খোলা না গেলেও মণ্ডপের বাইরে ভিড় উপচে পড়ল। ভিড়ে অসুস্থ হয়ে পড়েন এক মৃগী রোগী। তাঁকে উদ্ধার করে পুলিশ গাড়িতে নিয়ে যায়। রাত ৯টায় মণ্ডপে দর্শকরা প্রবেশ করতে পারেন। দীর্ঘ লাইন তৈরি হয় এবং মাঝে বেশ অরাজকতার সৃষ্টি হয়।

আরও পড়ুন-রাস্তায় নেমে পড়লেন যুব তৃণমূলের কর্মীরা, উৎসবে পাশে অভিষেকের দূত

প্রসঙ্গত, যানজট এড়াতে ভিআইপি রোডে উল্টোডাঙা থেকে লেক টাউনের দিকে যেতে বাঁ–দিকে উঁচু ‘ভিউ কাটার’ বসিয়েছে পুলিশ। চলন্ত গাড়ির যাত্রীরা গতি কমিয়ে মণ্ডপের দিকে যেন না তাকাতে পারে তাই এই ব্যবস্থা। দড়ি ফেলে ভিড় নিয়ন্ত্রণ করার বাহিনী এখনই রাস্তায় নেমে পড়েছে। মুখ্যমন্ত্রী আগেই যদিও বলেছিলেন, ‘‌সুজিত তোমার পুজোর জন্য যদি রাস্তা ব্লক হয় তাহলে আমি তোমাকে ব্লক করে দেব।’‌ কিন্তু কাল মহালয়াতেই যথেষ্ট সমস্যায় রয়েছে ট্রাফিক পুলিশ। ভিড়ের ফলে ইএম বাইপাস, হাডকোর দিকে সিআইটি রোড এবং হাডকো মোড়ের কাছে উল্টোডাঙা মেন রোডে তীব্র যানজট তৈরি হয়।

Latest article