রাস্তায় নেমে পড়লেন যুব তৃণমূলের কর্মীরা, উৎসবে পাশে অভিষেকের দূত

‘অভিষেকের দূত’ লেখা টিশার্টও এদিন প্রকাশ করা হয়। ওই টিশার্ট পরেই উৎসবের দিনে হাওড়ায় সবসময় মানুষের পাশে থাকবেন যুব তৃণমূলের কর্মীরা

Must read

সংবাদদাতা, হাওড়া : উৎসবের দিনে মানুষের পাশে দাঁড়াতে হাওড়ায় যুব তৃণমূল কর্মীরা ‘অভিষেকের দূত’ হিসেবে পথে নামলেন। শনিবার মহালয়ার দিন বিকেলে হাওড়া জেলা তৃণমূল কার্যালয়ে এই কর্মসূচির সূচনা করা হয়। ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নন্দিতা চৌধুরী, গৌতম চৌধুরী, সীতানাথ ঘোষ, হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র প্রমুখ।

আরও পড়ুন-চার দশক ধরে চলছে ফ্রাঙ্কফুর্ট রাইন-মাইন ক্লাবের দুর্গোৎসব

‘অভিষেকের দূত’ লেখা টিশার্টও এদিন প্রকাশ করা হয়। ওই টিশার্ট পরেই উৎসবের দিনে হাওড়ায় সবসময় মানুষের পাশে থাকবেন যুব তৃণমূলের কর্মীরা। এই উদ্দেশে প্রতিটি বিধানসভা এলাকায় বাছাই করা ৫০ যুব তৃণমূল কর্মীকে নিয়ে ‘ডেডিকেটেড টিম’ তৈরি করা হচ্ছে। প্রতিটি ব্লকে ওই দলের দায়িত্বভার থাকছে সংশ্লিষ্ট ব্লকের যুব তৃণমূলের সভাপতিদের ওপর। এ ছাড়াও হাওড়া সদরের ১০০ যুব তৃণমূল কর্মীকে নিয়ে কৈলাস মিশ্রের নেতৃত্বে একটি বিশেষ ‘কেন্দ্রীয় দল’ তৈরি হয়েছে। প্রতিটি ব্লকে হেল্পলাইন নম্বর চালু হয়েছে। এরই সঙ্গে কেন্দ্রীয়ভাবেও একটি হেল্পলাইন চালু করা হয়েছে। কর্মসূচির সূচনা করে অরূপ বলেন, ‘পুজোর কটা দিন যাতে মানুষ নিশ্চিন্তে প্রতিমা দর্শন করতে পারেন, আনন্দ করতে পারেন, সেই উদ্দেশ্যেই হাওড়া সদরের সর্বত্র যুব তৃণমূল কর্মীরা রাস্তায় থাকবেন। মানুষকে সবরকমের সাহায্যের জন্যে প্রস্তুত থাকবেন তাঁরা।

আরও পড়ুন-শারদোৎসব ও অর্থনীতির অবিচ্ছেদ্য বন্ধুতা

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো ডায়মন্ড হারবারে হুগলি নদীতে গঙ্গার ঘাটগুলো পরিদর্শন করেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার।

Latest article