রানিগঞ্জে খনি-ধসে মৃত তিনের পরিবারকে সাহায্য

রানিগঞ্জে (Ranigunj) ইসিএলের নারায়ণকুড়ি খোলামুখ খনিতে ধসে মৃত তিনজনের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

সংবাদদাতা, রানিগঞ্জ : রানিগঞ্জে (Ranigunj) ইসিএলের নারায়ণকুড়ি খোলামুখ খনিতে ধসে মৃত তিনজনের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার আসানসোলে এই তিনজন পরিবারের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষে এই টাকা তুলে দিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নমবলম এস, রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-রাস্তায় নেমে পড়লেন যুব তৃণমূলের কর্মীরা, উৎসবে পাশে অভিষেকের দূত

দিনকয়েক আগে রানিগঞ্জে ইসিএলের নারায়ণকুড়ি খোলামুখ খনিতে ধস নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই মতো এদিন তাঁদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে।

Latest article