প্যারিস, ৬ জানুয়ারি : কোভিড নেগেটিভ হয়ে প্যারিস পৌঁছে গেলেন লিওনেল মেসি (Lionel Messi)। গত রবিবার করোনা ভাইরাসে আক্রান্ত হন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু মেসির পরবর্তী কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। নেগেটিভ রিপোর্ট হাতে পাওয়ার পরই প্যারিসের উদ্দেশে সপরিবার রওনা দেন বিশ্ব ফুটবলের মেগাস্টার।
ক্রিসমাসের ছুটি কাটাতে দেশে ফিরেছিলেন মেসি (Lionel Messi)। আর্জেন্টিনায় গিয়ে রোজারিওতে বর্ষবরণের রাতে পার্টিও করেন। তারপরই করোনা সংক্রমিত হন এলএম টেন। বিশ্ব ফুটবলের যুবরাজ করোনা আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। কিন্তু স্বস্তির খবর, মেসির পরবর্তী কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। আর্জেন্টাইন সুপারস্টারের ক্লাব প্যারিস সেন্ট জারমেইন (পিএসজি)-এর পক্ষ থেকে বৃহস্পতিবার এই তথ্য দেওয়া হয়।
আরও পড়ুন-শেষ ষোলোয় বার্সা-রিয়াল
কোভিড নেগেটিভ হওয়ার পর এদিনই প্যারিস ফেরার বিমান ধরেন মেসি। তাঁকে ছাড়াই গত সোমবার ফরাসি কাপের ম্যাচে ৪-০ গোলে জেতে পিএসজি। রবিবার লিয়ঁর বিরুদ্ধে লিগ ওয়ানের ম্যাচ রয়েছে পিএসজি-র। ফরাসি ক্লাবের তরফে এখনও জানানো হয়নি, সেই ম্যাচে মেসিকে পাওয়া যাবে কি না।