প্রকাশ্যেই বিজেপি লাট খাচ্ছে, দল ছাড়া চলছে

Must read

প্রতিবেদন : বিজেপিতে (Bharatiya Janata Party) মুষলপর্ব যে খুব দ্রুত আসছে, তা ঘটনা পরম্পরায় ক্রমশ স্পষ্ট হচ্ছে। গতকাল দলের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন। কাজ করতে না দেওয়ার জন্য দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন। পাল্টা দিলীপ ঘোষ বললেন, কেউ কেউ এখন গ্রুপ ছেড়ে যাবেন। কী করা যাবে? মিছিলে-মিটিংয়ে ডাকলে পাওয়া যায় না।

আরও পড়ুন-শুক্রবার শেষকৃত্য প্রয়াত মজিবুরের, ত্রিপুরায় শেষশ্রদ্ধা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের

এখন এসব অবান্তর কথা বলে বাজার গরম করে লাভ কী? কিন্তু বাজার গরম করে দিয়েছেন দলের আর এক কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। আসানসোলের প্রার্থী পিন্টু মুখোপাধ্যায় মনোনয়ন জমা দিতে গিয়ে তৃণমূলে (Trinamool Congress) যোগ দেন। সেই ঘটনার উল্লেখ করে অনুপম আবার দলের দুই ‘শু-সু’ অর্থাৎ শুভেন্দু-সুকান্তকে কটাক্ষ করে বলেছেন, কারা যে প্রার্থী বাছাই করে আর কিসের ভিত্তিতে করে ভগবান জানে। এসব দেখে লজ্জা হয়। বিজেপির (Bharatiya Janata Party) এখন আর কোনও নেতাই অন্দরমহলে কোনও কথা বলছেন না। দলের পালস রেট বাড়িয়ে এদিন প্রাক্তন রাজ্য সভানেত্রী তনুশ্রী রায় (Tanusree Roy) দল ছেড়ে বলেছেন, এদের দিয়ে আর যাই হোক রাজ্যে ক্ষমতায় আসা অসম্ভব। তাই দল ছাড়ছি। বিজেপি মহলে শঙ্কা, এক সময় দেখা যাবে সুকান্ত-শুভেন্দু পার্টি অফিসে বসে রয়েছেন, আর দলের কর্মীরা অন্য দলে যোগ দিয়েছেন। যে বিজেপি ক্ষমতা দখলের স্বপ্ন দেখছিল, তাদের এহেন হাল দেখে রাজনৈতিক মহল শীতঘুমে চলে গিয়েছে।

Latest article