প্যারিস, ৫ এপ্রিল : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করিয়ে চমক দিয়েছে আল নাসের। পাল্টা দিতে লিওনেল মেসিকে (Lionel Messi) বছরে ৪০ কোটি ইউরোর (ভারতীয় মুদ্রায় প্রায় সাডে় চার হাজার কোটি টাকা) প্রস্তাব দিয়েছিল আরেক সৌদি ক্লাব আল হিলাল! যদিও সেই প্রস্তাবে সাড়া দিলেন না আর্জেন্টাইন মহাতারকা। মেসির বাবা জর্জ পত্রপাঠ সৌদি ক্লাবের প্রস্তাব নাকচ করে জানিয়েছেন, তাঁর ছেলে ইউরোপ ছাড়তে রাজি নয়।
পিএসজির সঙ্গে মেসির (Lionel Messi) চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। ফরাসি ক্লাবের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসলেও, নতুন চুক্তিপত্রে এখনও সই করেননি মেসি। সমস্যাটা বেতন সংক্রান্ত। পিএসজি চাইছে মেসির বেতন ২৫ শতাংশ কমাতে। কারণ বর্তমান চুক্তি অনুযায়ী মেসিকে বেতন দিতে গেলে আর্থিক সমস্যার মুখে পড়বে ক্লাব। যদিও মেসি ক্লাব কর্তাদের সাফ জানিয়েছেন, তিনি বেতন কমাবেন না।
এই পরিস্থিতিতে নতুন মরশুমে পিএসজির জার্সিতে মেসিকে দেখার সম্ভাবনা ক্রমশ কমছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, মেসি ফিরবেন পুরনো ক্লাব বার্সেলোনায়। মেসির ক্যাম্প ন্যু-তে ফেরার জল্পনা আরও উসকে দিয়েছে বার্সেলোনা কতৃর্পক্ষের নতুন স্পনসর খোঁজার খবর। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে চুক্তির প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে বেশ কিছু স্পনসরের সঙ্গে যোগাযোগ রাখছেন বার্সার শীর্ষস্থানীয় কর্তারা।
আরও পড়ুন- কেকেআরে শাকিবের পরিবর্ত জেসন