বাংলায় গেরুয়া চক্রান্ত

Must read

প্রতিবেদন : আদানি-কাণ্ড কিংবা রাজ্যের পাওনা বিপুল অঙ্কের টাকা আটকে রাখার গেরুয়া চক্রান্ত থেকে নজর ঘোরাতেই কি বাংলাকে অশান্ত করার চক্রান্তে নেমেছে বিজেপি? সামনের পঞ্চায়েত নির্বাচন এবং ২৪-এর লোকসভা নির্বাচনের কথা ভেবেই কি গেরুয়া শিবিরের এই ঘৃণ্য ষড়যন্ত্র? প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মন্ত্রী শশী পাঁজা (Minister Shashi Panja)। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিলেন, বিজেপির এই চক্রান্ত আদৌ সফল হবে না। শিবপুর এবং রিষড়া-শ্রীরামপুরে অশান্তি তৈরির জন্য সম্পূর্ণভাবে দায়ী করেন রাজ্য বিজেপি নেতৃত্বের ভূমিকাকে। রিভলভার নিয়ে শিবপুরে রামনবমীর মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ১৯ বছরের বিজেপি কর্মী সুমিত সাউয়ের গ্রেফতারের প্রসঙ্গ উল্লেখ করে তাঁর মন্তব্য, এই বয়সের ছেলেদের হাতে যেখানে বই-খাতা-পেন থাকার কথা সেখানে বিজেপি নেতাদের মদতে তার হাতে উঠে এসেছে আগ্নেয়াস্ত্র। এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক। ভাবতে অবাক লাগে, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী নিজে যখন ধরনায় বসেছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে ধরনায় বসার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই রামনবমীকে সামনে রেখে রাজ্যকে অশান্ত করার চেষ্টায় বিজেপি। ডাঃ শশী পাঁজার (Minister Shashi Panja) মন্তব্য, দেশে রাজনীতির দুর্বৃত্তায়ন হচ্ছে। একসঙ্গে চলছে রাজনীতি এবং হিংসা। বিভিন্ন রাজ্যে টাকা দিয়ে বিধায়ক কেনাবেচা চলছে। সবকিছুই বিজেপির মদতে।

আরও পড়ুন-বালি খাদান থেকে চারগুণ রাজস্ব বাড়ল রাজ্যে

Latest article