আধার সংযুক্তির প্রতিবাদ

Must read

প্রতিবেদন : আধারের (Aadhaar) সঙ্গে প্যানের সংযুক্তিতে কেন্দ্রীয় সরকার যেভাবে লেট ফি-এর নামে টাকা আদায় করছে তার তীব্র প্রতিবাদ জানাল আইএনটিটিইউসি। বুধবার ধর্মতলায় আয়কর ভবনের সামনে উত্তর কলকাতা জেলা আইএনটিটিইউসির (INTTUC) প্রতিবাদে সরব হন শ্রমিক নেতা থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। এদিনের প্রতিবাদ সভায় রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, প্যান-আধার (Aadhaar) সংযুক্তিতে হাজার টাকা আদায় হচ্ছে। প্রত্যন্ত গ্রামের গরিব মানুষরা এই টাকা কীভাবে দেবেন? ছাত্র-ছাত্রীরা এই টাকা কোথায় পাবে? এসব নিয়ে কেন্দ্রীয় সরকার ভাবে না। তাঁর অভিযোগ, রাজ্য সরকারকেও বিভিন্ন খাতে কয়েক লক্ষ হাজার কোটি টাকা দিচ্ছে না কেন্দ্র। আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজের টাকা মিলছে না কেন্দ্রের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবুও জবকার্ড হোল্ডারদের কাজ দিচ্ছেন। কেন্দ্র চেষ্টা করলেও বাংলার উন্নয়নকে আটকে রাখতে পারছে না। এদিন তিনি আরও বলেন, নয়া শ্রমিক আসলে কালা কানুন। অবিলম্বে এই আইন কেন্দ্রীয় সরকারকে প্রত্যাহার করতে হবে। এদিন স্বপন সমাদ্দারও কেন্দ্রের নীতির তীব্র সমালোচনা করেন। বিধায়ক অশোক দেবও বলেন, বাংলার উন্নয়নকে রুখতে বিজেপি আদাজল খেয়ে নেমেছে। কিন্তু মানুষ এর প্রকৃত জবাব দিতে তৈরি। কবে বলবেন বিজেপি নেতারা বাংলার প্রাপ্য মেটাতে।

আরও পড়ুন- শিলিগুড়িতে সৌরভের বাড়ি গেলেন গৌতম

Latest article