খেলা

এমবাপেকে টপকে সেরা মেসিই

প্যারিস, ২৮ ফেব্রুয়ারি : বিশ্বকাপ ফাইনালের পর এবার ফিফার (FIFA) বর্ষসেরা ফুটবলারের সম্মান। আরও একবার কিলিয়ান এমবাপেকে টেক্কা দিলেন লিওনেল মেসি (Lionel Messi)। আড়াই মাস আগের বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল এমবাপেকে। এবারও বর্ষসেরা পুরুষ ফুটবলারের দৌড়ে দ্বিতীয় স্থানেই রইলেন ফরাসি তারকা। মেয়েদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেয়াস।

সোমবার গভীর রাতের এই অনুষ্ঠানে দাপট দেখালেন আর্জেন্টাইনরা। পুরুষ এবং মহিলা ফুটবল মিলিয়ে মোট আটটি বিভাগে সেরা বেছে নিয়েছে ফিফা। এর মধ্যে চারটি পুরস্কারই জিতেছেন কোনও না কোনও আর্জেন্টাইন। বর্ষসেরা পুরুষ ফুটবলার মেসি (Lionel Messi), বর্ষসেরা কোচ ও গোলকিপারের পুরস্কার জিতেছেন লিওনেল স্কালোনি এবং এমিলিয়ানো মার্টিনেজ। এছাড়া ফিফার বিচারে ‘ফ্যান অ্যাওয়ার্ড’ জিতেছেন আর্জেন্টিনা ভক্তরা। তাঁদের প্রতিনিধি হিসেবে প্যারিসের অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন ৮২ বছরের কার্লোস পাসকুয়েল। যিনি ১৯৭৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের আসরে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

মোট ৫২ পয়েন্ট পেয়ে বর্ষসেরা পুরুষ ফুটবলারের সম্মান জিতেছেন মেসি। দ্বিতীয় স্থানে থাকা এমবাপের পয়েন্ট ৪৪। ব্যালন ডি’অর-জয়ী করিম বেঞ্জেমা ৩৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে। মেসি ও এমবাপে দু’জনেই পাশাপাশি চেয়ারে বসে ছিলেন। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো যখন মেসির নাম ঘোষণা করলেন, তখন এমবাপের সঙ্গে হাত মেলান মেসি। পাল্টা এমবাপেও জড়িয়ে ধরে অভিনন্দন জানান আর্জেন্টাইন মহাতারকাকে। পরে সোশ্যাল মিডিয়াতেও মেসিকে অভিনন্দন জানিয়ে এমবাপে পোস্ট করেন, ‘অনেক অভিনন্দন। লিও তুমিই সেরা।’

এদিকে, সেরার ট্রফি হাতে প্রথমেই বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন মেসি। তিনি বলেন, ‘‘আমি সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। আমি, এমিলিয়ান ও স্কালোনি আজ এখানে ওদের প্রতিনিধিত্ব করছি। এমবাপে ও বেঞ্জেমাকেও অভিনন্দন। বছরটা ওদের জন্যও দুর্দান্ত কেটেছে।’’ মেসি আরও বলেন, ‘‘আমি সন্তানদের একটি চুম্বন উপহার দিতে চাই। থিয়াগো, মাতেও ও সিরো, আমি তোমাদের খুব ভালবাসি। তবে অনেক রাত হয়েছে। এবার ঘুমোতে যাও।’’

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

15 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

19 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

28 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

33 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

42 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago