ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

Must read

প্রতিবেদন : প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশ থেকে পাওয়া উপহার বিক্রির মামলায় বারবার সমন পাঠানো হলেও আদালতে হাজির হননি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। সে কারণে মঙ্গলবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল ইসলামাবাদ আদালত (Islamabad Court)। অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল ওই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

আরও পড়ুন: জমাদারদের জন্য কেন্দ্র কী করেছে, জানতে চাইল সুপ্রিম কোর্ট

গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর কুর্সি হারানোর পরেই ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিদেশি রাষ্ট্রনেতাদের কাছ থেকে পাওয়া উপহার বেআইনি ভাবে বিক্রি করে দিয়েছেন। তার মধ্যে সৌদি আরবের রাজার দেওয়া একটি ঘড়ি বিক্রি করেছেন ৩০ লক্ষ ডলারে। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে দেশের প্রধান তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি। ইমরানের বিরুদ্ধে বিদেশি উপহার বিক্রির অভিযোগ সত্যি বলে জানায় এফবিআই। তারপরই ইমরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হেঁটেছিল পাকিস্তান নির্বাচন কমিশন। এদিন ওই মামলাতেই ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
উপহার বিক্রির মামলায় অস্বস্তি বাড়লেও নির্বাচন কমিশনের কার্যালয়ে দাঙ্গা বাধানো এবং দলীয় তহবিলে বিদেশি অনুদান সংক্রান্ত দুই মামলাতেই ইমরানকে আগাম জামিন দিয়েছে ইসলামাবাদের দুই আদালত।

Latest article