বিহারের (Bihar) বেগুসরাই জেলায় মদ চোরাকারবারীদের হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত। অপর একজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। কর্মকর্তাদের মতে, ঘটনাটি নওকোঠি থানার অন্তর্গত এলাকায় ঘটেছে। যেখানে এসআই খামাস চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল গোপন তথ্য পাওয়ার পর মদ চোরাচালান ধরতে উপস্থিত ছিল। ছাতাউনা গ্রাম থেকে কিছু লোক একটি অল্টো গাড়িতে করে মদ পাচারের চেষ্টা করবে এমনই খবর ছিল।
আরও পড়ুন-সাসপেন্ড সাংসদদের নিয়ে আজ বৈঠকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, থাকবেন অভিষেকও
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে একটি অল্টো গাড়ি পুলিশের গাড়ির কাছে আসে। এসআই চৌধুরী ও তার দলের সদস্যরা বাধা দিতে গেলে চৌধুরী ও আরেক কনস্টেবলকে তারা আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়ে মাথায় পাথরের আঘাতে চৌধুরীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এদিকে, আহত কনস্টেবলকে দলের অন্যান্য সদস্যরা হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে, তার অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনার বিষয়ে, পুলিশ সুপার (এসপি) বেগুসরাই, যোগেন্দ্র কুমার বলেন, “এসআই খামাস চৌধুরী একটি মদ চোরাচালান বিড থামাতে গিয়ে তার প্রাণ দেন। একটি অল্টো গাড়ি তাকে ধাক্কা দেয়, যার পরে তিনি মারা যান”। গাড়ির মালিককে পুলিশ আটক করেছে বলে জানান তিনি।