সাসপেন্ড সাংসদদের নিয়ে আজ বৈঠকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, থাকবেন অভিষেকও

এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত থাকবেন তৃণমূলের উভয় কক্ষের ১০ জন সাসপেন্ড হওয়া সাংসদ।

Must read

প্রতিবেদন : রাজ্যের বকেয়া সহ একাধিক ইস্যুতে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। সকাল ১১:৩০টা নাগাদ সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত থাকবেন তৃণমূলের উভয় কক্ষের ১০ জন সাসপেন্ড হওয়া সাংসদ।

আরও পড়ুন-দিনের কবিতা

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বারবার সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চিত করার অভিযোগে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জল আগেই গড়িয়েছে রাজধানী পর্যন্ত। মঙ্গলবার ফের একবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। আর সেই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, প্রকাশচিক বরাইক, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল এবং নাদিমুল হক।

আরও পড়ুন-রাহুলদের উড়িয়ে ১-১ দক্ষিণ আফ্রিকার

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শীতকালীন অধিবেশনে নজিরবিহীনভাবে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেসের দুই কক্ষের একাধিক সংসদকে? সেই বিষয়েও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে মনে করা হচ্ছে।

Latest article