লন্ডন, ১৭ ফেব্রুয়ারি : ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন সেই জানুয়ারিতে। তবে চোট সারিয়ে মাঠে ফিরেই উজ্জ্বল মহম্মদ সালাহ। শনিবার তাঁর দাপটেই ব্রেন্টফোর্ডকে ৪-১ গোলে হারাল লিভারপুল। পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নেমে সালাহ নিজে একটি গোল করা ছাড়াও একটি গোল করিয়ে ম্যাচের নায়ক।
আরও পড়ুন-সংবিধান ও গণতন্ত্র ধ্বংস করছে বিজেপি, তোপ মুখ্যমন্ত্রীর
শুরু থেকে দাপট দেখালেও, প্রথম গোলের জন্য আধ ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে লিভারপুলকে। অবশেষে ৩৫ মিনিটে ডারউইন নুনেজের দুরন্ত গোলে এগিয়ে যায় লিভারপুল। ৪৪ মিনিটে দিয়েগো জোতার পরিবর্তে মাঠে নামেন সালাহ। ৫৫ মিনিটে তাঁর নিখুঁত পাস থেকেই লিভারপুলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিয়েস্টার। ৬৮ মিনিটে সালাহর গোলে ৩-০। সতীর্থ কোডি গাকপোর বাড়ানো পাস ধরে বিপক্ষের দুই ডিফেন্ডারকে টপকে বল জালে জড়ান সালাহ।
তবে ৭৫ মিনিটে ব্রেন্টফোর্ডের হয়ে ব্যবধান কমান ইভান টনি। যদিও ৮৬ মিনিটে গাকপোর গোলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফেলে লিভারপুল। এই জয়ের সুবাদে ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রাখল জুরগেন ক্লপের দল।