রেলের উচ্ছেদ নোটিশে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা

নির্দিষ্ট তারিখের মধ্যে সমস্ত জিনিসপত্র নিয়ে রেলওয়ের দখলকারীরা উঠে না গেলে তাঁদের মালের কোনও ক্ষতি হলে রেলওয়ে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

Must read

সংবাদদাতা, রামপুরহাট : রামপুরহাট পুরসভার পাঁচমাথা মোড় ও রেলপার সবজি বাজারে রেলওয়ে প্রশাসনের তরফে উচ্ছেদের নোটিশ দেওয়ায় চিন্তায় পড়েছেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জারি করা এই নোটিশে বলা হয়েছে যে চলতি বছরের ২৩ ডিসেম্বরে রেলপাড় সবজিবাজারে এবং ২৬ ডিসেম্বরে পাঁচমাথায় উচ্ছেদ অভিযান শুরু হবে। তার আগের দিন দোকানদারদের তাঁদের মালপত্র সরিয়ে নিতে হবে।

আরও পড়ুন-ডাক্তার সংগঠনের সভাপতি নির্মল, মহাসচিব শান্তনু

নির্দিষ্ট তারিখের মধ্যে সমস্ত জিনিসপত্র নিয়ে রেলওয়ের দখলকারীরা উঠে না গেলে তাঁদের মালের কোনও ক্ষতি হলে রেলওয়ে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই নোটিশ পাওয়ার পর থেকেই এলাকায় ক্ষোভ দানা বেঁধেছে। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এলাকাবাসী থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা। রামপুরহাট তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস পরিচালিত শ্রমিক সংগঠন সহ শহর কংগ্রেসের পক্ষ থেকে এই দোকান উচ্ছেদের বিরুদ্ধে আগেই আন্দোলন শুরু করেছে। কারণ, এই উচ্ছেদ হলে রেলের জায়গায় বসবাসকারী হাজার হাজার মানুষ গৃহহীন ও ব্যবসায়ীরা কর্মহীন হয়ে যাবেন। তাঁদের জীবন-জীবিকার উপর প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

Latest article