সংবাদদাতা, হাওড়া : পুজোর মুখে ফের দুর্ভোগের শিকার বহু যাত্রী। চলতি সপ্তাহের সোমবার থেকেই মহালয়া পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখার কর্ড ও মেন লাইনে একাধিক ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। সেইসঙ্গে একাধিক ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। এর ফলে বহু ব্যবসায়ী থেকে শুরু করে পুজোর মুখে কলকাতায় ‘শপিং’ করতে যাওয়া শহরতলির বহু মানুষ নাজেহাল হচ্ছেন।
আরও পড়ুন-আমলা গড়ার প্রশিক্ষণ দিতে তিনটি মউ স্বাক্ষর
এই ব্যাপারে হাওড়া-বর্ধমান কর্ড লাইন প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রণব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রেল প্রথমে জানিয়েছিল ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পরের দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কিন্তু তারপর আচমকা আবার সোমবার থেকে মহালয়া অর্থাৎ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করে দেয়। আমাদের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই একাধিক ট্রেন বন্ধ করে দেয়। পুজোর মুখে এর ফলে হাজার হাজার মানুষ সমস্যায় পড়ছেন। চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে যাত্রীদের। অথচ এই ব্যাপারে রেলের কার্যত কোনও হেলদোল নেই।’’
আরও পড়ুন-বরানগরে রাজ অন্দরমহল ও নাচঘর
যদিও পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, বর্ধমানের রসুলপুর ও শক্তিগড় স্টেশনের মাঝে জরুরি মেরামতির জন্য হাওড়া কর্ড ও মেন লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ‘‘রসুলপুর ও শক্তিগড়ের মাঝে থার্ড লাইন তৈরির কাজ চলছে। সেই কারণেই ট্রেনের সময়সূচিতে বেশকিছু পরিবর্তন আনতে হয়েছে। একাধিক ট্রেন বাতিল করার পাশাপাশি অনেক লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আপাতত ২৫ সেপ্টেম্বর মহালয়ার দিন পর্যন্ত এই নিয়ন্ত্রণ থাকবে।
আরও পড়ুন-রেলের গা-ছাড়া মনোভাব, প্রতিবাদে অবরোধে কুর্মিরা
তারপর সোমবার থেকে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।’’ বর্ধমান থেকে মেনলাইনে যে ট্রেনগুলি বাতিল রয়েছে সেগুলির ট্রেন নাম্বার হল ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৭৮৩৮, ৩৭৮৪০, ৩৭৮৪২, ৩৭৮৪৪, ৩৭৮৪৬। কর্ড লাইনের বাতিল থাকা ট্রেনগুলির নাম্বার হল ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩৬৮৪২, ৩৬৮৪৪। এছাড়াও একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।