লোকসভা ভোটের দিনগুলিতে সরকারি কর্মীদের সবেতন ছুটি ঘোষণা রাজ্যের!

Must read

১৯ এপ্রিল থেকে দেশে শুরু হচ্ছে লোকসভা ভোট। এর আগে রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। লোকসভা ভোটের দিনগুলিতে সবেতন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার (Lok Sabha- Bengal Government)। রাজ্যে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ হবে সাত দফায়। রাজ্যের অর্থ দফতর বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, যে কেন্দ্রগুলিতে যেদিন নির্বাচন, সেই কেন্দ্রগুলিতে সেদিন কর্মীরা সবেতন ছুটি পাবেন। বেসরকারি কর্মীদেরও ওই দিনগুলিতে ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। তবে শ্রম দফতরের তরফে তা নিয়ে একটি পৃথক বিজ্ঞাপ্তি জারি করা হবে। নিজের লোকসভা (Lok Sabha- Bengal Government) এলাকার বাইরে কর্মরত কর্মীরাও নিজেদের এলাকার ভোটের দিন ছুটি পাবেন। যে স্কুলকে ভোটকেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, সেই কেন্দ্রগুলিতে ভোটের আগের দিনগুলিতে স্থানীয় ছুটি দিতে হবে।

আরও পড়ুন-পার্শ্ব শিক্ষকদের নিয়ে নয়া রাজ্য কমিটি গঠন ব্রাত্য বসুর

রাজ্যে লোকসভা ভোট হচ্ছে সাত দফায়। ১৯, ২৬ এপ্রিল, ৭, ১৩, ২০, ২৫ মে এবং ১ জুন যে যে এলাকায় ভোট সেই সেই এলাকার সব অফিস বন্ধ থাকবে। উদাহরণ হিসাবে ১৯ মে প্রথম দফার ভোটের দিন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনের সমস্ত অফিস কাছারি বন্ধ থাকবে। একইভাবে অন্যান্য ভোটের দিনগুলিও সরকারি ছুটি হিসাবে গণ্য হবে।

Latest article