শনিবারই আসন্ন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। আগামিকাল বিকেল তিনটের সময় দিল্লির প্লেনারি ভবন থেকে সাংবাদিক বৈঠক করে সূচি ঘোষণা করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। দেশজুড়ে লোকসভার পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনে সূচিও ঘোষিত হবে।
জানা গিয়েছে, শুক্রবার বৈঠকে বসেছিলেন সদ্য নিযুক্ত দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার। সেই বৈঠকের পরেই নির্বাচন কমিশন (Election Commission of India) জানিয়েছে, ১৬ মার্চ প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের সূচি। অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিমে বিধানসভা নির্বাচনের দিনও ঘোষিত হতে পারে।
আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুরে জনগর্জন সভা অভিষেকের
সূচি ঘোষণার ২১ থেকে ৩৫ দিনের মধ্যে ভোট প্রক্রিয়া শুরু করে দিতে হয়, এটাই নিয়ম। পাশাপাশি নির্বাচন ঘোষণার মুহূর্ত থেকে আদর্শ আচরণ বিধি চালু হয়ে যাবে। ফলে ১৬ মার্চ ভোট ঘোষণা হলে এপ্রিল ও মে মাসের মধ্যেই গোটা নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গে সাত থেকে নয় দফায় ভোট হওয়ার সম্ভাবনা। বাংলায় ২০২১ সালে বিধানসভায় নজিরবিহীন ভাবে ৮ দফায় ভোট করিয়েছিল কমিশন। এবার দেখা যাক কত দফায় ভোট হয় বাংলায়।