আরোগ্য কামনার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

Must read

বাড়িতে পড়ে গিয়ে কপালে এবং নাকে ক্ষত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর সুস্থতার কামনা করে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন দেশের প্রধানমন্ত্রী। এদিন সকালে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। রাতে আঘাত পাওয়ার পর আজ সকালে অনেকটাই স্থিতিশীল রয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর ইচ্ছেশক্তিকে কুর্নিশ জানিয়েছেন বিরোধীরাও। প্রধানমন্ত্রী ছাড়াও এক্স হ্যান্ডেলে তাঁর সুস্থতা কামনা করেছিলেন জগদীপ ধনকড়, রাহুল গান্ধী, নবীন পট্টনায়েক, এম কে স্ট্যালিন, চন্দ্রবাবু নাইডু, অরবিন্দ কেজরিওয়ালরা। রাতেই হাসপাতালে পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সকালে একটু সুস্থ বোধ করার পরই সমাজমাধ্যমের পোস্টে সকলকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: আগামিকালই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

দুর্ঘটনার কারণে কপালে গুরুতর আঘাত পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৪টে সেলাই পড়েছে। আজও তাঁর শারীরিক পরীক্ষা হবে। আপাতত সাতদিন মুখ্যমন্ত্রীকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আজ সকাল থেকেও তৃণমূল কর্মী- সমর্থকরা কালীঘাটে নেত্রীর বাড়িতে হাজির হয়েছেন। সমাজমাধ্যমেও উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের মমতা অনুরাগীরা। এর মাঝেই বেলা ১১.৪৬ নাগাদ এক্স হ্যান্ডেল থেকে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে রিটুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article