রাজনীতি

লোকসভায় লক্ষ্য ১ : ১, রাজ্যে রাজ্যে হবে প্রচার, তৈরি রণকৌশল

প্রতিবেদন : জুড়বে ভারত, জিতবে ইন্ডিয়া। আগামী দিনে এই স্লোগানকে সামনে রেখেই দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে অল আউট প্রচারে নামতে চলেছে ইন্ডিয়া জোট (INDIA Alliance)। শুক্রবার মুম্বই বৈঠক থেকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তে এসেছেন জোটের নেতারা। বিভিন্ন ভাষায় ইন্ডিয়া জোটের এই নয়া স্লোগান প্রচার করা হবে। সেইসঙ্গে এদিনের বৈঠকে তিনটি সংকল্প নেওয়া হয়েছে। একইসঙ্গে জোটের নেতৃত্বের শপথ, ভয়মুক্ত ভারত ফিরিয়ে আনতেই হবে। জোট নেতৃত্বের আত্মবিশ্বাস, ইন্ডিয়াকে হারানো শুধু মুশকিলই নয়, না মুমকিন।

আরও পড়ুন- অধিবেশনে আলোচনার মাঝে বারবার ফোন বিরক্ত স্পিকার, দিলেন কড়া হুঁশিয়ারি

যত দিন যাচ্ছে তত মজবুত হচ্ছে বিজেপি-বিরোধী ইন্ডিয়া জোট (INDIA Alliance)। পাটনা, বেঙ্গালুরুর পরে মুম্বই। বেশ কয়েক কদম এগিয়ে গেল বিজেপি-বিরোধী জোট। এদিনের বৈঠকে সমন্বয় কমিটি গঠনের পাশাপাশি প্রধানত আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়। বৈঠকের নির্যাস যা লিখিত আকারে প্রকাশ করে ইন্ডিয়া। তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে যতদূর সম্ভব ‘একের বিরুদ্ধে এক’ আসন সমঝোতা করে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রাজ্য অনুযায়ী আসন ভাগাভাগির বিষয়ে দ্রুত কাজ শুরু হবে। এ-বিষয়ে জোটে থাকা দলগুলি অন্যদের সহযোগিতা করবে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, আসন সমঝোতা নিয়ে আগামী ১৫ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। তৃণমূলের এই প্রস্তাবের সঙ্গে সহমত আরজেডি, জেডিইউ, এসপি, আপ-সহ আরও কয়েকটি দল। বৈঠকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা জাতিগত জনগণনার বিরুদ্ধে নয়, তবে তাতে জাতিগত মেরুকরণ যেন না লাগানো হয়।

নেত্রীর আশঙ্কা, এই সুযোগকে ঘুরপথে বিজেপি এনআরসির কাজে ব্যবহার করবে। এদিনের বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে আগামী ২ অক্টোবর রাজঘাটে সমবেত সভা হবে। তবে সেক্ষেত্রে তৃণমূলের যে ধরনা কর্মসূচি ছিল সেটা সূচি অনুযায়ী ওইদিনই হবে। শুক্রবারের বৈঠকে ঠিক হয়, ইন্ডিয়ার পরবর্তী বৈঠক হবে তবে তা এখনও চূড়ান্ত হয়নি৷ আসন সমঝোতা নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহমত পোষণ করেছেন নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব, অরবিন্দ কেজরিওয়াল এবং অখিলেশ যাদব সহ বাকিরা। যেসব ঘটনা জনগণের উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে, মোদি সরকারের সেই জনবিরোধী কাজের বিষয় দেশবাসীর সামনে আনা হবে। এদিনের বৈঠকে জোটের লোগো প্রকাশিত হতে পারে বলে জল্পনা ছিল। কিন্তু সেটা হয়নি। ঠিক হয়নি জোটের মুখপাত্রের নামও। তবে, শীঘ্রই সেটা হবে বলে সূত্রের খবর।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago