অধিবেশনে আলোচনার মাঝে বারবার ফোন বিরক্ত স্পিকার, দিলেন কড়া হুঁশিয়ারি

Must read

শুক্রবার থেকে ফের বিধানসভায় অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে আলোচনার মাঝেই বেজে উঠছে বিধায়কদের মোবাইল ফোন। এই ঘটনায় বিরক্ত অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। শুক্রবারই এই ঘটনায় কড়া পদক্ষেপের কথা বলেন তিনি। অধিবেশন চলাকালীন মোবাইলে কথা বললে, এরপর মোবাইল ফোন বাইরে রেখে অধিবেশনে যোগ দিতে হবে বলেও হুঁশিয়ারি দিলেন বিধানসভর অধ্যক্ষ।

আরও পড়ুন: ইন্ডিয়ার বৈঠকে ‘যতদূর সম্ভব’ আসন সমঝাতা করে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত

এদিন বিধানসভা অধিবেশন চলাকালীন অন্তত চার, পাঁচজন বিধায়কের মোবাইল ফোন বারবার বেজে ওঠে। এমনকী, তাঁদের ফোনে কথাও বলতেও দেখা যায়। এর জেরে আলোচনা ব্যাহত হয়। আর তাতেই চরম ক্ষুব্ধ হন অধ্যক্ষ। তিনি সাফ জানিয়ে দেন বলেন, ”আপনাদের ফোন বাজলে আলোচনা চলাকালীন আপনারা ফোন ধরে কথা বলছেন। আমি লক্ষ্য করছি, এতে আলোচনা ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। শেষবারের মতো বলছি, অধিবেশন কক্ষে মোবাইল ব্যবহার নিয়ে সতর্ক হোন। না হলে অধিবেশনে ঢোকার আগে মোবাইল ফোন বাইরে রেখে আসতে হবে।”

ভিন রাজ্যের বিধানসভার অধিবেশেন মোবাইল ব্যবহারে বারবার বিতর্ক হয়েছে। শুধু কথা বলাই নয়, অধিবেশন কক্ষের মধ্যেই ফোনে আপত্তিকর ভিডিও দেখার অভিযোগ উঠেছে। ধরা পড়ে শাস্তিও পেয়েছেন বিধায়করা। এবার বাংলার বিধানসভাতেও মোবাইল ফোনের ব্যবহার নিয়ে সতর্ক করলেন স্পিকার। এখনই সংযত না হলে এরাজ্যের বিধানসভার অধিবেশনেও মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ হতে পারে।

Latest article