প্রতিবেদন : বাংলায় তৃণমূলের সঙ্গে নির্বাচনী জোট করার বিষয়ে কংগ্রেসের কিছু নেতা ইচ্ছাকৃতভাবে অচলাবস্থা তৈরি করছেন বলে সরব হয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য কংগ্রেসের একাংশ বিজেপি ও সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে চলছে বলে অভিযোগ করেন তিনি। এবার নিজের দলের নেতাদের বার্তা দিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বললেন, মমতাজির সঙ্গে দীর্ঘদিন ধরে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। আমাদের আলোচনা চলছে। বিজেপি বিরোধী জোট হবেই।
আরও পড়ুন-বিকল্প চিকিৎসার পথ দেখাতে আয়ুষ মেলা
পাশাপাশি, এক প্রশ্নের জবাবে রাজ্য কংগ্রেস নেতাদের তৃণমূলকে আক্রমণের বিষয়টি নিয়ে রাহুল বোঝান, ওসবে গুরুত্ব দেওয়ার দরকার নেই।
অসমের কামরূপে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী। তাঁকে প্রশ্ন করা হয়, বাংলায় আদৌ আসন সমঝোতা সম্ভব? প্রদেশ কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে আক্রমণ করে চলেছেন। এর জবাবে রাহুল গান্ধী বলেন, বাংলায় আমাদের আসন ভাগাভাগির আলোচনা চলছে। খুব শীঘ্রই তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে আসবে। মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগতভাবে এবং দলেরও খুব ভাল সম্পর্ক। ছোটখাটো বিষয় থাকে। গুরুত্ব দেওয়ার দরকার নেই।