লখনউ, ২৩ ফেব্রুয়ারি : চোট সারিয়ে ফের জাতীয় দলে রবীন্দ্র জাদেজা। দীর্ঘদিন পর দলে ফিরতে পেরে খুশি বাঁ হাতি স্পিনার অলরাউন্ডারও। চোটর কারণে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারেননি। সেই সময় বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব পর্ব চলছিল জাদেজার। তবে এখন তিনি পুরোপুরি ফিট। শেষ মুহূর্তে কোনও অঘটন না ঘটলে, বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই ফের টিম ইন্ডিয়ার নীল জার্সিতে ২২ গজে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন-কোভিড পজিটিভ হলেন হাসারাঙ্গা
বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে জাদেজার বক্তব্য, ‘‘ভারতীয় দলে ফিরতে পেরে দারুণ লাগছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ এবং টেস্ট সিরিজ খেলার জন্য মুখিয়ে রয়েছি।’’ তিনি এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘দু’মাস পর ফের দেশের হয়ে খেলবো, এটা ভেবেই রোমাঞ্চিত হচ্ছি।’’
আরও পড়ুন-চোট গুরুতর, আইপিএলেও অনিশ্চিত চাহার
৩৩ বছর বয়সি জাদেজা আরও বলেছেন, ‘‘আমার রিহ্যাব পর্ব খুব ভালভাবে কেটেছে। এনসিএ-তে নিজের ফিটনেসের ওপরে বাড়তি জোর দিয়েছিলাম। তাছাড়া ওখানকার নেটে নিয়মিত ব্যাটিং এবং বোলিং দুটোই করেছি। টিম ইন্ডিয়ার নেটেও প্রথম দিনটা খুব ভাল কাটলো। সব মিলিয়ে নিজের সেরা ছন্দেই রয়েছি। এখন শুধু মাঠে নামার অপেক্ষা।’’