সুমন তালুকদার, বারাসত: বারাসতের বুকে এবার পুরুলিয়ার ডাকুরিয়া গ্রাম। পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের ঘোষালপাড়া ৮ এর পল্লি সর্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপসজ্জার ভাবনায় এবারে থাকছে আদিবাসী ঘরানা। কলকাতার পার্শ্ববর্তী শহর বারাসতের এই পুজো মণ্ডপে তাই পাওয়া যাবে ভারতের প্রাচীন জনগোষ্ঠীকে। তবে সেগুলি সবই ফাইবারের মডেল।
আরও পড়ুন-কার পুজো কেমন
মণ্ডপের সামনেই থাকছে এমনই ৪০টি ৬ ফুট উচ্চতার আদিবাসীদের মডেল। মণ্ডপের ভেতর সাজানো হয়েছে মহাভারতে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার চিত্র দিয়ে। কুলো, ঝুড়ি, মাদুর, ঝালর সহ বিভিন্ন বাড়িতে ব্যবহার করা সামগ্রী ব্যবহার করা হচ্ছে মণ্ডপসজ্জায়। প্রবেশদ্বারের দুর্গা প্রতিমাতেও থাকছে আদিবাসী ছোঁয়া। তবে মূল প্রতিমা থাকছে ডাকের সাজের। শৈল্পিক নৈপুণ্যে আদিবাসী কারুকার্য ও তাদের জীবনধারার আদলে তৈরি হয়েছে মণ্ডপ।