বোনাস ডেটা এন্ট্রি অপারেটরদেরও

কলকাতা পুরসভা এবং ২২টি জেলা মিলে বাংলা সহায়তা কেন্দ্রের সংখ্যা হল ৩৫৬১। ডেটা এন্ট্রি অপারেটরের সংখ্যা ৭০৫৬।

Must read

প্রতিবেদন : আরেক মানবিক পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদেরও অ্যাডহক বোনাস দেবার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর থেকে ৪,৮০০ টাকা করে অ্যাডহক বোনাস দেওয়া হবে বলে ২৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন-আদিবাসী মণ্ডপে শ্রীকৃষ্ণের লীলা

কলকাতা পুরসভা এবং ২২টি জেলা মিলে বাংলা সহায়তা কেন্দ্রের সংখ্যা হল ৩৫৬১। ডেটা এন্ট্রি অপারেটরের সংখ্যা ৭০৫৬। এই প্রথম তাঁরা বোনাস পাচ্ছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগেই গ্রামীণ আশাকর্মীদের বোনাস বাড়িয়েছে রাজ্য। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় সাড়ে চার হাজার টাকা। এতদিন শহরের আশাকর্মীরা বোনাস পেতেন সাড়ে চার হাজার টাকা। তবে রাজ্যের অন্যান্য জেলার আশাকর্মীরা বোনাস পেতেন দুই-আড়াই হাজার টাকা। এবার আর আলাদা ভাবে শহর বা জেলা নয়, সমস্ত আশাকর্মীরাই বোনাস পাবেন সাড়ে চার হাজার টাকা।

Latest article