প্রতিবেদন : ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ম্যাচ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তবু মধ্যরাতেও যেন ক্রিকেটের নন্দনকানন ডুবে রয়েছে মাহিমোহে। অন্যদিকে, টানা চার হারে বিপর্যস্ত কলকাতা নাইট রাইডার্স (KKR)। এবার মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসও (Chennai Super Kings) কেকেআরের পাড়ায় এসে উড়িয়ে দিল। হার হজম হচ্ছে না নাইটদের।
অজিঙ্ক রাহানের সোনালি ইনিংসে ভর করে ধোনির দল যে ২৩৬ রানের বিশাল স্কোর খাড়া করেছিল সেটা টপকাতে শুরুর পাওয়ার প্লে কাজে লাগাতে হত। কিন্তু এই ম্যাচেও পাওয়ার প্লে-তে নাইট ব্যাটারদের ব্যর্থতা অব্যাহত। ঘরের মাঠে আরও এক হারের পর স্পষ্টতই হতাশ ও বিরক্ত কেকেআর অধিনায়ক নীতীশ রানা (KKR- Nitish Rana)। বললেন (KKR- Nitish Rana), “এই হার হজম করা কঠিন। ২৩৬ রান তাড়া করা সবসময় কঠিন। আর যদি পাওয়ার প্লে-র সুযোগ না নেওয়া যায়, তাহলে পরিস্থিতি খুবই কঠিন হয়।”
আরও পড়ুন- বাড়ল কাজের সময়সীমা! তামিলনাড়ু বিধানসভায় পাশ বিল
বিপর্যস্ত নাইট অধিনায়ক আরও বললেন, “রাহানেকে কৃতিত্ব দিতে হবে এমন একটা ইনিংসের জন্য। কিন্তু বিপক্ষকে এই স্কোর করতে দেওয়াটা আমাদের উচিত হয়নি। আমাদের অবশ্যই কিছু পজিটিভ আছে। কিন্তু বড় দলগুলোর বিরুদ্ধে যদি একই ভুল করতে থাকি, তাহলে এভাবেই হারতে হবে।” ম্যাচের সেরা রাহানে বলেছেন, “আমরা খুব ভাল শুরু করেছিলাম। চেষ্টা করেছি, ক্রিজে এসে ছন্দ ধরে রাখতে। আমি ব্যাটিং উপভোগ করছি। মনে করি, এখনও এই ফরম্যাটে নিজের ইনিংসটা আসেনি। মাহি ভাইয়ের নেতৃত্বে জাতীয় দলে অনেকদিন খেলেছি। এখানেও অনেক কিছু শিখছি।”